যুদ্ধ বিরতি ঘোষণার পর ভারত ও পাকিস্তান দুই দেশ প্রথম বৈঠকে অনেকগুলো সিদ্ধান্তে একমত হয়েছে। এখন থেকে একে অপরের বিরুদ্ধে গুলি চালানো বন্ধ এবং আক্রমণাত্মক বা শত্রুতামূলক পদক্ষেপ নেবে না প্রতিদ্বন্দ্বী দেশ দুটি।
সোমবার বিকেল ৫টায় ভারত-পাকিস্তানের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনদের বৈঠকটি দুপুর ১২টায় হওয়ার কথা ছিল কিন্তু নির্ধারিত সময়ে বৈঠকটি না হওয়ায় সংশয় তৈরি হয়েছিল তবে শেষমেশ সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে যে, সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানোর বিষয় নিয়েও ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার মধ্যে কথা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়, ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে একটিও গুলি না চালানোর প্রতিশ্রুতি অব্যাহত রাখার বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের ডিজিএমও-দের মধ্যে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানোর বিষয়েও উভয়পক্ষ একমত হয়েছে। শনিবার বিকেলে প্রথম ভারত-পাক যুদ্ধ বিরতির কথা ঘোষণার পর সোমবার ডিজিএমও স্তরে বৈঠক হবে বলে জানা গেছে।পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন জানিয়েছে, প্রায় ৪৫ মিনিট স্থায়ী হওয়া এই বৈঠক শেষে এ সম্পর্কে কোনও দেশই বিবৃতি দেয়নি।