বন্দরে প্রতিনিধি
বন্দরে মদপানের মোঃ রাজিব (৩২) নামে এক যুবকের অকাল মৃত্যুর ঘটনায় গনপিটুনিতে শিকার হয় ,তার সহযোগী বন্ধু হাসান (২৫)। গত বুধবার (৭মে) রাতে বন্দর উপজেলা মালিবাগস্থায় সাবেরবাগ এলাকায় সোহেল মিয়ার বাড়িতে এ মদপানের ঘটনা ঘটে।
এমতাবস্থায় তিনি খুব অসুস্থ রাজিব ৩দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত রাজিব ছিলেন বন্দর এলাকার কলাগাছিয়া ইউনিয়নের সাবেক মেম্বার নুরুল হকের একমাএ ছেলে।এ ঘটনায় সাবেক মেম্বার নুরুল হক বাদী হয়ে গত শনিবার (১০মে) রাতে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন।
ঘটনাস্থানে জানা গেছে যে, উপজেলায় মুছাপুর ইউপি মালিবাগ সাহেবের বাগ ।এলাকার চিহিুত মাদক কারবারি সোহেলর বাড়িতে গত বুধবার রাতে নিহত রাজিব ও তার বন্ধু হাসান সহ ৩/৪ জন মিলে পাশ্ববর্তী বটতলায় গ্রামের সাদিয়া(২৫) নামে এক স্বামী পরিত্যাক্র নারীকে নিয়ে মদপান করে ছিলো।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, মদপানে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরন করা হয়েছে । এ ঘটনায় নিহতের পিতা মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।