Monday , 12 May 2025 | [bangla_date]
  1. Alor Dhara24 News
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. এন আই সি ইউ
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. খেলাধুলা
  8. ধর্ম
  9. নারায়ণগঞ্জ
  10. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  11. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  12. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ
  13. পলাশ সাহা
  14. ফতুল্লা
  15. বন্দর

জয়পুরহাটে পুলিশকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

প্রতিবেদক
AlorDhara24
May 12, 2025 9:29 am

জয়পুরহাটের পাঁচবিবি থানায় কর্মরত এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

রোববার (১১ মে) রাতে অভিযান চালিয়ে একজনকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাটাবুকা গ্রামের নিজ বাড়ি থেকে ও অপরজনকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় জয়পুরহাট শহরের পাঁচুর মোড় থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, পাটাবুকা গ্রামের বাসিন্দা রাফি ও বেলাল।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, পাটাবুকা এলাকায় প্রায় তিন-চার বছর আগে এক দম্পতির তালাক হয়। তাদের একটি সন্তান রয়েছে। তালাকপ্রাপ্ত নারীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। শনিবার (১০ মে) ওই নারীকে তার সাবেক স্বামী ডেকে এনে বাড়িতে আটকে রাখেন।

সে সময় ওই নারী ৯৯৯–এ কল করে বিষয়টি জানান। পরে এসআই আলমগীর কবীর ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে তা তখন অমীমাংসিত থেকে যায়। পরেরদিন রোববার (১১ মে) বিকেলে তিনি আবার সেখানে যান ও সমস্যা সমাধান করে ফেরার পথে পেছন থেকে এক ব্যক্তি তাকে কাঁচি দিয়ে আঘাত করেন।

আহত অবস্থায় এসআই আলমগীর কবীরকে উদ্ধার করে বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

ঘটনার পর এসআই আলমগীর কবীর বাদী হয়ে রাফি ও বেলালের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান এবং হামলার অভিযোগে মামলা করার পর রাতেই তাদের গ্রেফতার করা হয়।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট ডা. কাজী ইসমাইল হোসেন বলেন, এসআই আলমগীর কবীর কাঁচি দ্বারা জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

 

সর্বশেষ - বাংলাদেশ