চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় লাল পতাকা বসিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। জাঙ্গালিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানির স্থানে চালকদের সতর্ক করার জন্য এই লাল পতাকা বসানো হয়।
বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জাঙ্গালিয়া অংশের সড়কটি কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ঢালু। ঢালু পথটি অতিক্রম করতেই রয়েছে বাঁক। ওই বাঁকে ঢালু থেকে একটু উঁচু কালভার্ট রয়েছে। মূলত গতিতে গাড়ি চালিয়ে ওই স্থানে এসে নিয়ন্ত্রণ হারান অনেক চালক। এখানে নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও বেশিরভাগ চালক দুর্ঘটনাপ্রবণ ওই স্থানের কথা মনে রাখতে পারেন না।’