ঈদের পরের দিন মঙ্গলবার (১ এপ্রিল) রাজধানীর অন্যতম নিত্যপণ্য সরবরাহকারী যাত্রাবাড়ী আড়তের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। সোমবার ঈদ হওয়ায় গতরাতে কিছু সবজি, মাছ এবং তরমুজের ট্রাক ছাড়া কোনো ট্রাক আসেনি।
আড়তে পণ্যের সরবরাহ যেমন কম, তেমনি ক্রেতাও একেবারে কম। বুধবার থেকে পণ্যের সরবরাহ স্বাভাবিক হওয়া শুরু করবে বলে মনে করছেন আড়তদাররা।
যাত্রাবাড়ী আড়তের মাধ্যমে রাজধানীর একটি বড় অংশের জন্য মাছ, সবজি, মসলা, ফলসহ বিভিন্ন পণ্য সরবরাহ হয়ে থাকে।