Tuesday , 1 April 2025 | [bangla_date]
  1. ৫০ হাজার মানুষ পানিবন্দি
  2. Alor Dhara24 News
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. এন আই সি ইউ
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কো-অর্ডিনেটর
  8. খেলা
  9. খেলাধুলা
  10. জ্বালানী তেল বিপনন বন্ধ
  11. ধর্ম
  12. নারায়ণগঞ্জ
  13. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  14. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  15. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

যেভাবে কাটলো পুলিশের ঈদ

প্রতিবেদক
AlorDhara24
April 1, 2025 9:20 am

দেশবাসী যখন ঈদের আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত তখনো পরিবার ছেড়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে ব্যস্ত পুলিশ সদস্যরা। পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের সুযোগ মেলেনি, মেলেনি আপনজনের হাত ধরে ঈদগাহ ময়দানে নামাজে শরীক হওয়ার সুযোগটুকুও। ডিউটির ফাঁকেই ঈদের জামাতে অংশ নিতে হয়েছে।

তবে পরিবারের সঙ্গে আনন্দ উদযাপন করতে না পারলেও ঈদের দিন উন্নতমানের খাবারের আয়োজন ছিল মানুষের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে অনুষ্ঠিত সব ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সর্বদা দায়িত্ব পালন করেছেন।

ঈদের দিন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে দ্বায়িত্ব পালন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মুসল্লিদের ভিড়ে তাকালেই দেখা মেলে ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যদের। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঈদ আনন্দটাও মলিন হয়েছে তাদের।

কীভাবে কেটেছে বিশেষ এই দিন- জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জাগো নিউজকে বলেন, আমাদের পুলিশদের ডিউটির মধ্যেই ঈদ কেটেছে। অন্যরা যেন সুন্দরভাবে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য ঢাকা মহানগর পুলিশ নিরাপত্তার দ্বায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট ছিল।

তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠেই ডিউটির মধ্যদিয়ে আমাদের ঈদ শুরু হয়েছে। রাস্তায় যে যেখানে ডিউটিতে ছিলেন সেখানেই সুযোগ বুঝে ঈদের জামাতে অংশ নিয়েছেন। নামাজ শেষ করেই আবার ডিউটি শুরু করেছেন।

সর্বশেষ - বাংলাদেশ