মিশরের হুরগাদা উপকূলে একটি ট্যুরিস্ট সাবমেরিন ডুবে যাওয়ায় ছয় জন নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন। ব্রিটিশ পর্যটকদের কাছে জনপ্রিয় রেড সি উপকূলবর্তী এই শহরে ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
মিশরীয় সংবাদমাধ্যম আল মাসরী আল ইয়াউমের বরাত দিয়ে জানা গেছে, ডুবে যাওয়া সাবমেরিনটির নাম ‘সিনবাদ’ ও ঘটনার সময় এতে বিভিন্ন দেশের ৪৪ জন যাত্রী ছিলেন। আহত নয়জনের মধ্যে চারজন গুরুতর অবস্থায় রয়েছেন ও তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানানো হয়েছে। দুর্ঘটনার পর অন্তত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো কেউ নিখোঁজ আছেন কিনা তা স্পষ্ট নয়।
প্রতিবেদন অনুযায়ী, এই দলটি লোহিত সাগরের গভীরে প্রবাল প্রাচীর দেখার জন্য টিকিট কিনেছিলেন। তবে হুরগাদার একটি নামকরা হোটেলের সামনে এসে ডুবোজাহাজটি ডুবে যায়। এই অঞ্চলে সমুদ্রের তলদেশ দেখার জন্য বিশেষভাবে নকশা করা সেমি-সাবমেরিন ট্যুর কয়েক বছর ধরে চলছে। সাধারণ সাবমেরিনের মতো এটি সম্পূর্ণভাবে ডুবে না গিয়ে যাত্রীরা নিচের ডেক থেকে সামুদ্রিক জীবন পর্যবেক্ষণ করতে পারেন।
এটি হুরগাদায় ট্যুরিস্ট সাবমেরিন সম্পর্কিত প্রথম প্রাণঘাতী ঘটনা নয়। গত নভেম্বরে ‘সি স্টোরি’ নামে একটি ট্যুরিস্ট সাবমেরিন ডুবে গিয়ে ১১ জন নিহত বা নিখোঁজ হয়েছিলেন, যাদের মধ্যে একটি ব্রিটিশ দম্পতিও ছিলেন। গত পাঁচ বছরে রেড সিতে চলাচলকারী লিভঅ্যাবোর্ড ডাইভ জাহাজ সম্পর্কিত ১৬টি ঘটনা ঘটেছে। গত ২১ মাসে তিনটি লিভঅ্যাবোর্ড ডাইভ বোট হারিয়ে গেছে, যার সবকটিতেই বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিকসহ বহু মানুষের মৃত্যু হয়েছে।
রেড সি অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন বৃদ্ধি পেলেও নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু ঘটনা এই অঞ্চলের ভ্রমণ শিল্পের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্যুরিস্ট বোট ও সাবমেরিন পরিষেবাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে।