বোয়ালখালী পৌর সদরের একটি কারখানায় নোংরা পরিবেশে ক্ষতিকর রং দিয়ে কুলপি, মালাই, চকবারসহ নানা প্রকারের আইসক্রিম তৈরি ও বিক্রি করায় জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে পিংকু আইসবার নামের কারখানাটিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি জানান, পিংকু আইসবারের কারখানায় নোংরা পরিবেশে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি এবং বিক্রি করায় কারখানার মালিক উত্তম চৌধুরীকে বিএসটিআই আইন ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পৌর সদরের গোমদণ্ডী ফুলতল এলাকায় অভিযান চালিয়ে সবজি ও ফলের অতিরিক্ত দাম নেওয়ায় ৯ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।