ঢাকাFriday , 21 February 2025
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. ধর্ম
  6. ফতুল্লা
  7. বন্দর
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মাল্টিমিডিয়া
  12. রূপগঞ্জ
  13. লাইফস্টাইল
  14. শহরের বাইরে
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের বইমেলায় ভিড় বাড়ছে

AlorDhara24
February 21, 2025 8:31 am
Link Copied!

একুশের সকাল থেকে বইমেলায় ভিড় বাড়ছে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শিশু-কিশোররা মা-বাবা শিক্ষকদের সঙ্গে বইমেলায় আসে।

বাওয়া স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আফরি জাহিন রিদা মায়ের সঙ্গে ছোটভাই রাহিল রাফায়াতকে নিয়ে বইমেলায় আসে। রিদা জানায়, বইমেলায় অনেক বই পছন্দ হয়েছে।

আমি খুব খুশি বইমেলায় আসতে পেরে।

 

শিশু প্রকাশের স্টলে কথা হয় লেখক সাংবাদিক আরিফ রায়হানের সঙ্গে।

তিনি বলেন, বইমেলায় প্রচুর দর্শক সমাগম হচ্ছে। আশাকরি আজ ভালো বিক্রি হবে।

 

শিশু-কিশোরদের বইয়ের চাহিদা বেশি। ভূত, রাক্ষস, দৈত্য, সায়েন্স ফিকশন, ছড়ার বই পছন্দ করছে সোনামণিরা। বড়দের বইয়ের মধ্যে গল্প উপন্যাস বেশি চলছে। তিনি বইমেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর দাবি জানান।

বেশ কয়েকদিন ধরে বিকেলের বইমেলায় লেখক, প্রকাশক ও পাঠকদের ভিড় হচ্ছে। বিভিন্ন স্টলে মোড়ক উন্মোচন হচ্ছে নতুন বইয়ের। চলছে জমজমাট আড্ডা।

মেলায় রয়েছে ঐতিহ্য, ইউপিএল, কথাপ্রকাশ, অন্যপ্রকাশ, অন্যধারা, অনন্যা, কাকলী, ঝিনুক, গ্রন্থরাজ্য, হাওলাদার, অ্যাডর্ন, শিখা, সিয়ান, জ্ঞানকোষ, বেঙ্গল বুকস, কবি, শোভা, পেনফিল্ড, অনুবাদ, মুদ্রণশিল্প, গলুই, কথাবিচিত্রা, চন্দ্রবিন্দু, নন্দন, রংপেন্সিল, গাজী, পাঞ্জেরী, সালফী, শালিক, মনন, দ্বিমত, রচনা, গার্ডিয়ান, বলাকা, শব্দশিল্প, কিডস, বই বাজার, প্রিন্টপুকুর, বিদ্যানন্দ, খড়িমাটি, তৃতীয় চোখ, প্রজ্ঞালোক, ইতিহাসের খসড়া, চর্চা গ্রন্থ প্রকাশ, অক্ষরবৃত্ত, রোদেলা, পার্ল, রানা, আদর্শ, জলধি, কিংবদন্তী, অনিন্দ্য, সত্যায়ন, গল্পকার, আইমান, দি স্কাই, আন্দরকিল্লা, ভাষাচিত্র, সুকুন, রুশদা, শব্দশৈলী, নালন্দা, বাবুই, সন্দ্বীপন, স্টুডেন্ট ওয়েজ, সাহিত্য বিচিত্রা, নন্দন বইঘর, রানা, রাদিয়া, লাবণ্য, এমেলিয়া, পূর্বা, ঝিলমিল, বাতিঘর, হরিৎপত্র,  আদিগন্ত, দুরন্ত, তেপান্তর, কালধারা, শৈলী, শিশুপ্রকাশ,  দাঁড়িকমা, আপন আলো ইত্যাদি প্রকাশনা সংস্থার স্টল।

ইসলামিক বইয়ের স্টলগুলোর মধ্যে তরজুমান, দ্বীন দুনিয়া, মাইজভাণ্ডারী, আলোকধারা, রাহনুমা, মাকতুবাতুল আসলাফ, রুহানা, আয যিহান ইত্যাদি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলে ভক্তদের ভিড় ছিল বেশ। এর বাইরে রয়েছে জিয়া স্মৃতি পাঠাগার, চট্টগ্রাম প্রেস ক্লাব, মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্রসহ বেশ কয়েকটি বিশেষায়িত স্টল। চট্টগ্রামের প্রকাশনা সংস্থার মধ্যে এবার সবচেয়ে বেশি বই প্রকাশ করেছে ‘খড়িমাটি’।

সকালে বইমেলা মঞ্চে ছিল নৃত্য প্রতিযোগিতা। বিকেল সাড়ে ৪টায় অমর একুশে বইমেলার মঞ্চে আলোচনা সভা হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

কাল শনিবার সকাল ১১টায় বইমেলা মঞ্চে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।