স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের সব থেকে বড় সমস্যা হলো দুর্নীতি, দেশের সব পর্যায় থেকে দুর্নীতি কমিয়ে আনতে ডিসিদের (জেলা প্রশাসক) সাহায্য-সহযোগিতা চাওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিন জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত চতুর্থ কার্য-অধিবেশন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের বড় আশা হলো দেশ থেকে দুর্নীতি কমানো। দুর্নীতি না কমাতে পারলে দেশের অগ্রগতি হবে না।
এটা সব পর্যায় থেকে কমিয়ে আনতে হবে, এজন্য আমি আপনাদেরও সাহায্য সহযোগিতা চাই।
তিনি বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফেক্টরি (সন্তোষজনক)।
কিন্তু এটাকে আরও উন্নতির অবকাশ রয়েছে। আস্তে আস্তে এটি উন্নতির দিকে যাচ্ছে।
পুলিশের হাতে মারণাস্ত্র না দেওয়া এবং এসপি ও ওসিদের এসআর লেখার প্রস্তাব করেছিলেন ডিসিরা। এ বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ আলোচনার সময় ছিল খুব কম।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির কীভাবে আরও উন্নতি করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে। তারা সীমান্ত এলাকায় বিজিবি বাড়ানোর জন্য বলেছেন। নৌ পুলিশ বাড়ানোর জন্য বলেছেন। গাজীপুরে জনবল বাড়ানোর কথা বলেছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশেও জনবল বাড়াতে বলেছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ডিসিদের কী নির্দেশনা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যই তো আমরা অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছি। এটা তো আপনারা জানেন এবং আপনারা সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন।
অপারেশন ডেভিল হান্ট কত দিন চলবে, সেই প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যতদিন ডেভিলরা থাকবে।