বাঁশখালীতে বাসচাপায় মনিকা আক্তার (১৪) নামের এক কিশোরী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের হাবিবের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মনিকা মহেশখালী থানার মাতার বাড়ি উত্তর রাজঘাটা ৩ নম্বর ওয়ার্ড এলাকার নাছির উদ্দীনের মেয়ে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম থেকে মহেশখালী যাওয়ার পথে সিএনজি অটোরিকশা থেকে হঠাৎ মনিকা নামের এক কিশোরী সড়কে ছিটকে পড়ে।
এসময় বিপরীত দিক থেকে আসা এক বাসের চাপায় গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।