রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করার দায়ে গত চার দিনে ৫শ ৩৯০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি), শুক্রবার (১৪ ফেব্রুয়ারি), শনিবার (১৫ ফেব্রুয়ারি) ও রোববার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ এ মামলা করে। এছাড়া এ অভিযানে ৩৬৫ গাড়ি ডাম্পিং ও ১০৮টি গাড়ি রেকার করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান চলবে বলে জানান ওই কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।