নগরের কোতোয়ালী থানাধীন হাজারী গলিতে যৌথবাহিনীর কাজে বাধা দান ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় ডা.কথক দাশের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো.রায়হানুল ওয়াজেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, হাজারী গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দান ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা আসামি ডা.কথক দাশের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ইসকনের বর্তমান কার্যক্রমের সমালোচনা করে মো.ওসমান নামের একজন দোকানদার কর্তৃক ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হাজারী গলিতে ৫০০-৬০০ জন ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বী উক্ত দোকানে আক্রমণ করে। বিশৃঙখল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষার্থে যৌথবাহিনী ঘটনাস্থলে গেলে কিছু বিক্ষুব্ধ লোকজন যৌথবাহিনীর ওপর হামলা করে।
এসময় দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ও অ্যাসিড ছোড়ে। এতে সেনাবাহিনীর ৫ জন সদস্যসহ ১২ জন আহত হয়।
এ ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করে।
গত ৫ ফেব্রুয়ারি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে ইউকে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ ডা.কথক দাশকে আটক করে বিমান বন্দর থানায় হস্তান্তর করে। রাতে বিমান বন্দর থানা থেকে ডা. কথক দাশকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ৬ ফেব্রুয়ারি নগরের কোতোয়ালী থানায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ডা. কথক দাশের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।