Friday , 14 February 2025 | [bangla_date]
  1. Alor Dhara24 News
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. এন আই সি ইউ
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. খেলাধুলা
  8. ধর্ম
  9. নারায়ণগঞ্জ
  10. ফতুল্লা
  11. বন্দর
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিক্টোরিয়া হাসপাতাল

চট্টগ্রামে ঋতুরাজ বসন্তবরণ

প্রতিবেদক
AlorDhara24
February 14, 2025 8:44 am

পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতি খুলেছে তার সৌন্দর্যের দুয়ার।

লাল-হলুদ রঙে প্রকৃতির সঙ্গে নিজেদের সাজিয়ে বসন্তের উচ্ছলতায় ভাসছে বাঙালি। কণ্ঠে তুলে নিয়েছে কবি গুরুর সেই গান- ‘আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়’।

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র ২০তম আয়োজন ‘বোধন বসন্ত উৎসব ১৪৩১’ ঘিরে ছিল আবৃত্তি, কথামালা, সঙ্গীত, নৃত্য, যন্ত্র সঙ্গীত, ঢোল বাদনসহ নানান আয়োজন।

বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী জানান, আবৃত্তিশিল্পী ও সংগঠনের সহ-সভাপতি শিমুল নন্দী’র একক আবৃত্তির মধ্যদিয়ে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শুরু হয় বসন্ত উৎসব।

এরপর সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের শিল্পীদের ‘রাগ ইমন’ পরিবেশনা, তালতীর্থ তবলা শিক্ষাকেন্দ্রের তবলা লহড়া শেষে গান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি চলে বেলা ১২টা পর্যন্ত। বসন্ত উৎসবে যোগ দেন বোধন আবৃত্তি পরিষদ ও বোধন আবৃত্তি স্কুলের সদস্যরা।

 

এদিকে পাহাড়তলী আমবাগান পার্কে পৃথকভাবে বোধন আবৃত্তি পরিষদ আয়োজন করে বসন্তবরণ উৎসব। শুক্রবার সকালে ভায়োলিনিস্ট চিটাগংয়ের সম্মিলিত বেহালাবাদনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর সাংস্কৃতিক সংগঠন ও বোধনের সদস্যরা মঞ্চে বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।

বসন্তকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি সোহেল আনোয়ার, উৎসবের সহযোগী প্রতিষ্ঠান নিপ্পন পেইন্টের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মানব কুমার সাহা, কুণ্ডেশ্বরী ঔষধালয়ের কর্ণধার বাসুদেব সিনহা।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় সুরপঞ্চম, ধ্রুপদ সংগীত নিকেতন, আর কে মিউজিক একাডেমি, আন্তর্জাতিক বিশ্বতান, কিল অব ক্ল্যাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স, ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, মাধুরী ডান্স একাডেমি, নৃত্য নিকেতন, নৃত্যরূপ একাডেমি, সুরাঙ্গন বিদ্যাপীঠ, নৃত্যেশ্বর নৃত্যালয়, বাগেশ্বরী সংগীতালয়সহ বিভিন্ন সংগঠন। উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাও বের করা হয়।

পহেলা ফাল্গুনে বিভিন্ন সংগঠন নগরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। তথ্যপ্রযুক্তির এই সময়ে মোবাইল ফোন, ফেসবুক, টুইটারে চলে বসন্তের শুভেচ্ছা বিনিময়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জেলা বিএনপির সভাপতির বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

সোনাকান্দা ঘাট সংলগ্ন শীতলক্ষা নদীর তটের মাটি বিক্রি

সৎ মায়ের মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গণ-অভ্যুত্থানের স্বপ্ন ভঙ্গ হচ্ছে কেন?

আনচেলত্তিকে নতুন সময়সীমা বেঁধে দিলো ব্রাজিল

এখনো বিভিন্ন জায়গায় বসে আছে আ. লীগের দোসররা: ফারুক

রূপগঞ্জ মধুখালিতে বাদল ও জামানের ষড়যন্ত্রের ফাঁদে আক্তার ; আক্তারকে প্রাণে মেরে লাস গুম করার হুমকি

শিমরাইল পেট্রোল পাম্পের পিছনে চলছে সিন্ডিকেট ভিত্তিক মাদক ও হেরোইন ব্যবসা

২০২৫ সালের শেষ অথবা ’২৬-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন: ড. ইউনূস

কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকুন: ড. ইউনূস

কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকুন: ড. ইউনূস