ঢাকাThursday , 13 February 2025
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. ধর্ম
  6. ফতুল্লা
  7. বন্দর
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মাল্টিমিডিয়া
  12. রূপগঞ্জ
  13. লাইফস্টাইল
  14. শহরের বাইরে
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

“”সেচ্ছাসেবক লীগ নেতা টগরের বন্দরে ফুটবলার মুন্নার মৃত্যু বার্ষিকী পালন “”

AlorDhara24
February 13, 2025 10:59 am
Link Copied!

নারায়ণগঞ্জ সস্তাপুরের সেচ্ছাসেবক লীগ নেতা টগরের দেখা বন্দরে।

নারায়ণগঞ্জের একসময়ের ক্ষমতাধর নেতা, যে আওয়ামী লীগ ক্ষমতা কালীন সময়ে বিগত ১৭ বছর নারায়ণগঞ্জ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সস্তাপুর এলাকার মাহবুবুল হক টগর প্রকাশে। জানা যায় টগর শামীম ওসমানের খুবই বিশ্বাসভাজন একজন ব্যবসায়িক পার্টনার। শামীম ওসমান তাকে নারায়ণগঞ্জ জেলখানার খাবার সাপ্লাাইয়ের ঠিকাদারি ব্যবসাটা এককভাবে করতে দিয়েছিলেন। এই সুযোগের সদ্ব্যবহার করে তিনি খাবারের পাশাপাশি নানারকম মাদকও জেলখানায় পাচার করতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়াও সস্তাপুর এলাকার জমি ভরাট, জমি দখল, ডিশ-ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি করে রাতারাতি কোটিপতি বনে যান তিনি। তবে গত ৫ এ আগস্ট এর পরে তাকে এলাকায় খুব একটা দেখা যায় নি, অনেকের ধারনা টগর ২০০১ সালের মতো ফের লাপাত্তা হয়েছে। তবে লোকের এই ধারনা পাল্টে দিয়েছে টগর নিজেই, ১২ ফেব্রুয়ারী ২০২৫ সালে তাকে বন্দরে কিংবদন্তি ফুটবলার মুন্নার মৃত্যু বার্ষিকী পালন করতে দেখা য়ায়।বিভিন্ন গন মাধ্যমে সেই সংবাদ প্রকাশিত হয়। তাহলে কি টগর এখনো নারায়ণগঞ্জের বন্দরেই রয়েছে? অথচ অভিযানে বন্দর থানা চিটে পুটি দিয়ে ভরে যাচ্ছে। ধরা পড়ছে না রাঘববোয়ালারা। বরং তারা মাথা চাড়িয়ে দাবিয়ে বেড়াচ্ছে৷ কি করতে চাচ্ছে টগর ফের কি এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা? নাকি দল পাল্টিয়ে বি এন পিতে নাম লিখানোর পায়তারা? সব কিছু নিয়ে হাজির হবো পরবর্তী সংবাদে…

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।