চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গার দ্বীনি প্রতিষ্ঠান, দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় এই প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়।এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৪ই ফেব্রুয়ারি ২০২৫ রোজঃ মঙ্গলবারে করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা প্রধানিয়া বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ ইয়াসিন রহমানী,
প্রধান অতিথি হিসেবে ছিলেন মোরশেদ ফারুক-সভাপতি অত্র মাদ্রাসা,বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক-মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়, মোঃ আবু বক্কর সরদার- দুবাই প্রবাসী,মাওলানা ইসমাইল প্রধানীয়া- প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা, মাজহারুল ইসলাম মানিক খান,মোঃ ইসমাইল মিজি,মোঃ বিল্লাল প্রধানিয়া, মোঃ স্বপন মিজি, মোঃ আবুল কালাম, শাহ আজিজুল হক প্রধান।আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল অভিভাবক বৃন্দ
উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন মোঃ শরিফ আখন্দ-সহকারী শিক্ষক,দক্ষিণ ডিঙ্গাভাংগা তা’লীমুল কুরআন নূরানি মাদ্রাসা।
এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দক্ষিন ডিঙ্গাভাঙ্গা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় এই প্রথম হাওয়া এলাকার সর্বস্তরের জনগণ খুশি এবং আনন্দ প্রকাশ করে।পুরস্কার বিতরণ করার শেষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয় উক্ত দোয়ায় মাদ্রাসা, শিক্ষার্থী এবং দেশের সার্বিক সমস্যার সমাধানের জন্য দোয়া করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।