ঢাকাWednesday , 29 January 2025
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. ধর্ম
  6. ফতুল্লা
  7. বন্দর
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মাল্টিমিডিয়া
  12. রূপগঞ্জ
  13. লাইফস্টাইল
  14. শহরের বাইরে
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ময়দান প্রস্তুত, শুক্রবার শুরু বিশ্ব ইজতেমা

AlorDhara24
January 29, 2025 8:02 am
Link Copied!

টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে ইজতেমা ময়দান প্রস্তুত করা হয়েছে।

ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।

 

ইজতেমার আয়োজকরা জানান, আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এ পর্বের আয়োজন করছেন শুরায়ে নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা। এ উপলক্ষে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে দলে দলে মুসল্লিরা ময়দানে এসে অবস্থান নিতে শুরু করেছেন। আগামী ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব।

 

এরপর ৩ ফেব্রুয়ারি থেকে শুরায়ে নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা দ্বিতীয় পর্বেও অংশ নেবেন। ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে মাওলানা জুবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমা।

এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা বিভিন্ন যানবাহনে ময়দানে এসে চট, পাটি পলিথিন বিছিয়ে অবস্থান নিচ্ছেন। উপরে টাঙানো হয়েছে সামিয়ানা। আখেরি মোনাজাত পর্যন্ত কয়েকদিন ময়দানে অবস্থান নিতে হয় মুসল্লিদের। এজন্য তারা রান্নাবান্নার হাড়ি-পাতিল, চুলাসহ প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে আসেন। এ ছাড়া শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শুনে মুসল্লিরা সময় পার করেন। পরে আখেরি মোনাজাত শেষে সবাই যার যার আবাস্থলে ফিরে যান।

মাওলানা জুবায়ের অনুসারীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ে নেজাম অনুসারিরা প্রথম দুই পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ অনুসারীরা ইজতেমায় অংশ নেবেন। প্রথম পর্বে ইজতেমায় অংশ নিতে মুসল্লিদের জন্য ময়দানের প্রস্তুতি প্রায় শেষ। এখন চলছে টুকিটাকি কাজকর্ম। ইতোমধ্যে মুসল্লিরা বিভিন্ন অঞ্চল থেকে ময়দানে আসতে শুরু করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন বলেন, বিগত বছরগুলোর চেয়ে এ বছর বিশ্ব ইজতেমার নিরাপত্তা বেশি জোরদার করা হয়েছে। এ বছর ইজতেমায় নিরাপত্তায় ৭০০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তায় কাজ করবেন। এ বছর সিসি ক্যামেরা, মোবাইল কোর্ট, ড্রোন ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। ইজতেমায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত রয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে ও নিরাপদে মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।