নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয়ের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৭ টায় নাসিক সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের সাইলো ঘাট এবং সাইলো ঘাটের বিপরীত দিকের কুতুবপুর ঘাট অংশ থেকে এ দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আব্দুল মাবুদ।
তিনি বলেন, দুটি মরদেহ একসাথে উদ্ধার করা হয়েছে। তারা উভয়ে পুরুষ। মৃতেদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তবে, আনুমানিক তাদের দুজনের মধ্যকার একজনের বয়স ২৮ এবং আরেকজন ৪৫ বছর হবে বলে ধারণা করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।