নারায়ণগঞ্জ শিল্পপতিদের মধ্যে খেলাধুলায় নীটকনসার্ন গ্রুপ লিঃ সবসময়ই এগিয়ে । তারা যেমন খেয়াল রাখেন তার শ্রমিকদের তেমনি তারা খেয়াল রাখেন খেলাধুলায়ও। বিশেষ করে ফুটবল ও ক্রিকেটে জাতীয়, স্থানীয় ও ঢাকা বিভাগীয় প্রতিটি জায়গায়ই তাদের ভূমিকা অনস্বীকার্য । আর এই খেলাধূলায় তাদের তিন ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর হোসেন মোল্লার ভূমিকা অন্যতম। তিনি নীটকনসার্ণ একাডেমি টিম পরিচালনা করেন। তিনি এই টিমের পরিচালনার পাশাপাশি সমস্ত রকমের আর্থিক সহযোগিতা ও সার্বিক তত্বাবধানের দায়িত্বও পালন করে থাকেন । তার দলে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সবচেয়ে বড় বড় খেলোয়াড়দের নিয়োগ দেন। তাদের মধ্যে সাবেক জাতীয় দলের ফুটবল অধিনায়ক সুজন ভূইয়া ও সোহেল রানা অন্যতম । আগামী ৫ ই ফেব্রুয়ারী নাসিক ১০ নং ওয়ার্ড ঐতিহাসিক চিত্বরন্জ্ঞন মাঠে এক বিশাল ফুটবল খেলা অনুষ্ঠিত হইবে, এখানেও নীটকনসার্ন গ্রুপ বীরের মত অংশ গ্রহন করবে বলে আমারা জেনেছি ।