আগামী ২৪ শে জানুয়ারী নাসিক ৮ নং ওয়ার্ডে আইলপাড়া এলাকায় মরহুম তালেব হোসেন ভূইয়ার ওফাদ দিবস পালিত হইবে। তথ্য নিয়ে জানতে পারলাম আইলপাড়া এলাকায় তার পুরাণ বাড়ি, এই বাড়িতেই তিনি শায়িত আছেন । প্রতি বৎসরের ন্যায় এবারও অনেক ঘনঘটা করে পালিত হচ্ছে তালেব আলী মৌলবীর মৃত্যু দিবস। আরও জানা যায় এই দিবসটি তালেব আলী মৌলবীর বংশের নাতী নাতনীরা সবাই মিলেমিশেই করে থাকেন। পবিত্র ঈদে মিলাদুন নবী ( সাঃ ) উৎযাপন ও মরহুম মরহুমাদের রুহের মাগফিরাত কামনায় এই দোয়া ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হইবে । পীর কামেল, মুকাম্মেল মাওলানা মুহাম্মদ তালেব হোসেন ভূইয়া ( রহঃ ) এর উদ্যোগে তার পরিবার ও বংশধররা বার্ষিক ওয়াজ ও দোয়ার আয়োজন করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মাওলানা কারী মুহাম্মদ সাইফুল ইসলাম বিপ্লবী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা যায়েদ হাসান শরীয়তপুরী, মাওলানা মোহাম্মদ আহমাদুল্লাহ পটুয়াখালী, হাফেজ শায়ের নাহিদ হাসান বিপ্লবী । আরও উপস্থিত থাকবেন তালেব হোসেন ভূইয়া মৌলবীর নাতীরা, তাদের মধ্যে মোঃ মোক্তার হোসেন ভূইয়া, মোঃ গোলজার হোসেন ভূইয়া, মোঃ আহসান হোসেন ভূইয়া ও মোঃ শাহজাহান হোসেন ভূইয়া এবং তাদের পরিবার বর্গ ।