Wednesday , 15 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাল্টিমিডিয়া

নান্দাইলে জমি কিনতে না পেরে বসতঘর ভেঙে নিয়ে গেলেন প্রভাবশালীরা

প্রতিবেদক
AlorDhara24
January 15, 2025 8:59 am

ময়মনসিংহের নান্দাইলে জমি কিনতে না পেরে বসতঘর ভেঙে নিয়ে গেছেন প্রভাবশালীরা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

তার ছেলে মুর্তুজ আলী, আলী হোসেন, সুজন ও মোমেন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

 

গত ৫ জানুয়ারি প্রকাশ্যে দিবালোকে নান্দাইল উপজেলার কুরাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহম্মেদ জানান, জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে দুইটা মামলা চলমান। এ ঘটনায় তদন্ত চলছে।

বসতবাড়ি ভেঙে নেওয়ার ঘটনা আমরা জানা নেই।

 

ভুক্তভোগী খাইরুল ইসলামের অভিযোগ, বিগত কিছুদিন আগে আমি বাড়ির পাশে পার্শ্ববর্তী ধুরুয়া গ্রামের আবুল হাসেম ও সিদ্দিকের কাছ থেকে ৩০ শতক জমি ক্রয় করে একটি বসত ঘর নির্মাণ করি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় প্রভাবশালী মুর্তজ আলী ও আলী হোসেন গংরা গত বছরের ২১ সেপ্টম্বর আমার বসত ঘর ভাঙচুর করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে আসামিরা জামিনে গিয়ে চলতি বছরের ৫ জানুয়ারি সন্ত্রাসী হামলায় তাণ্ডব সৃষ্টি করে আমার বসতঘর ভেঙে নিয়ে গেছে।

ভুক্তভোগী আরও জানান, প্রভাবশালী মুর্তুজ আলী ও আলী হোসেন গংরা এই জমিটি কম দামে কিনতে চেয়েছিল। কিন্তু আবুল হাসেম ও তার ভাই সিদ্দিক দরদাম করে জমিটি আমার কাছে বিক্রি করছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা আমার বসতবাড়িতে স্বশস্ত্র হামলা চালিয়ে আমার বসতঘর ভেঙে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল ও সিএনজি ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন করেছে, বলেও দাবি খাইরুল ইসলামের।

এই বিষয়ে জানতে চাইলে মুর্তুজ আলী বলেন, আমরা জমিটি কিনেছি। এটা নিয়ে খায়রুলদের সঙ্গে আদালতে মামলা চলছে। আমরা তাদের বাড়িঘর ভেঙে দেইনি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ পোশাক কারখানা, ঈদ বোনাস নেই ৭২৩টিতে

অতিবিপ্লবী চিন্তা দিয়ে অস্থিরতা করা ঠিক হবে না: ফখরুল

নাঃগঞ্জ জেলা প্রশাসক এর সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ কমিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শারজায় শেষ ওয়ানডেতে অধিনায়ক মেহেদী মিরাজ

যদি আমরা ব্যর্থ হই, তাহলে বাংলাদেশ আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না

ফতুল্লা থানাধীন পঞ্চবটিস্থ বধ্যভূমিতে পুলিশ সুপার মহোদয়ের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

গোদনাইল বার্মা ইর্স্টানে বাবা-ছেলের বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

বাস ভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম

কর্মীদের বিক্ষোভে অবরুদ্ধ মাদক অধিদপ্তরের ডিজি