ঢাকাTuesday , 14 January 2025
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. ধর্ম
  6. ফতুল্লা
  7. বন্দর
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মাল্টিমিডিয়া
  12. রূপগঞ্জ
  13. লাইফস্টাইল
  14. শহরের বাইরে
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে-শ্বাসরোধে হত্যার অভিযোগ

AlorDhara24
January 14, 2025 8:18 am
Link Copied!

সাতক্ষীরায় বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী আমিরুল ইসলামকে (২৩) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোছা. খাদিজা খাতুন (১৯) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী ও নারায়ণজোল গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে।

আমিরুল ইসলাম মাধবকাটি গ্রামের এলাই বক্সের ছেলে।

 

নিহতের স্বজন নারায়ণজোল গ্রামের মনিরুল ইসলাম জানান, মাত্র তিন মাস আগে সদর উপজেলার মাধবকাটি গ্রামের এলাই বক্সের ছেলে আমিরুল ইসলামের সঙ্গে নারায়ণজোল গ্রামের সিদ্দিক মালির মেয়ে খাদিজা খাতুনের বিয়ে হয়।

বিয়ের কিছুদিন পর থেকে আমিরুল শ্বশুরের কাছ থেকে দুই লাখ টাকা আনার জন্য খাদিজাকে চাপ দিতে থাকেন। খাদিজা টাকা আনতে রাজি না হওয়ায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন আমিরুল।

এ ঘটনার জেরে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে আমিরুল লাঠি দিয়ে খাদিজার মাথায় আঘাত করেন। এসময় খাদিজা মাটিতে লুটিয়ে পড়লে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে আমিরুল।

 

তিনি আরও জানান, এ ঘটনার পর ঘাতক আমিরুল এক রকম উন্মাদের মতো হয়ে যায়। সকালে তিনি তার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করতে থাকেন। এসময় বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ঘাতক আমিরুলকে ঘরের মধ্যে আটকে রাখে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ আমিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।