চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ৬৩ জন আইনজীবী।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে আদালতে এই মামলায় আসামি মোট ৬৬ জন আইনজীবীর মধ্যে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ৬৩ জন। বিদেশে থাকায় ৩ জন আইনজীবী অনুপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, এই মামলায় যেসব আইনজীবীদের আসামি করা হয়েছে, তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। যিনি মামলা করেছেন, তিনি নিজেও ঘটনাস্থলে ছিলেন না।