Saturday , 11 January 2025 | [bangla_date]
  1. Alor Dhara24 News
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. এন আই সি ইউ
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. খেলাধুলা
  8. ধর্ম
  9. নারায়ণগঞ্জ
  10. ফতুল্লা
  11. বন্দর
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিক্টোরিয়া হাসপাতাল

পাটুরিয়া-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
AlorDhara24
January 11, 2025 9:49 am

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে কুয়াশার তীব্রতার কারণে বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার সময় দুটি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

জানা যায়, ভোরের দিকে যমুনা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলোয় অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা ২০ মিনিটে সাময়িক সময়ের জন্য আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় উভয় ঘাট পয়েন্টে প্রায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

কুয়াশা কমে আসলে সকাল ৯টা ৩৫ মিনিটে ফেরি চলাচল শুরু হলে অপেক্ষাকৃত যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী নৌপথ পার হচ্ছে।

 

অপর দিকে পদ্মা নদীতে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ।

নৌপথে কুয়াশার ঘনত্বের ফলে ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। পরবর্তীতে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল এবং মাঝ নদীতে আটকে পড়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।

নদীতে কুয়াশার তীব্রতা কমতে শুরু করলে সকাল ১০টা ১০ মিনিটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। মাঝ পদ্মায় আটকে থাকা রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর তীরে এসে নোঙর করে এবং মানুষ ও যানবাহন আনলোড করে। পাটুরিয়া ও দৌলতদিয়া উভয় ঘাটে অপেক্ষায় থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী নৌপথ পার হচ্ছে।

 

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন বাংলানিউজকে বলেন, সকালের দিকে পদ্মা ও যমুনা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে দুটি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। উভয় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ - বাংলাদেশ