গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুয়ারিখোলা এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে টঙ্গী- ঘোড়াশাল সড়কে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হায়াতুর রহমান জানান, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকার দিকে এবং বিপরীত দিক থেকে একটি পিকআপ ঘোড়াশালের দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাস ও পিকআপটি টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ উপজেলার চুয়ারিখোলা এলাকায় পৌঁছায়।
এ সময় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনার স্থলে পিকআপ চালক সেলিম মিয়া (৪০) মারা যান।
সেলিম মিয়া ময়মনসিংহের নান্দাইল থানার হালিউড়া এলাকার হোসেন আলীর ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও পিকআপটি জব্দ এবং মরদেহ থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।