ঢাকাThursday , 9 January 2025
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. খেলা
  4. ধর্ম
  5. ফতুল্লা
  6. বন্দর
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মাল্টিমিডিয়া
  11. রূপগঞ্জ
  12. লাইফস্টাইল
  13. শহরের বাইরে
  14. শিক্ষাঙ্গন
  15. সদর

১৫ বছরে পুঁজিবাজারে জালিয়াতির খতিয়ান প্রকাশ করা দরকার: ডিবিএ প্রেসিডেন্ট

AlorDhara24
January 9, 2025 9:00 am
Link Copied!

পুঁজিবাজারে ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেছেন, গত ১৫ বছরে পুঁজিবাজারে কী পরিমাণ জালিয়াতি হয়েছে এটার একটা খতিয়ান প্রকাশ করা দরকার।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয়বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সাইফুল ইসলাম বলেন, গত ১৫ বছরে অনেক সেক্টরে জালিয়াতি হয়েছে এসব নিয়ে সবাই বলছে।

তবে গত ১৫ বছরে পুঁজিবাজারে কী পরিমাণ জালিয়াতি হয়েছে, এ ব্যাপারে কেউ কোনো কথা বলছে না, আমরা বিচার না জানতে চাই। এটা আমাদের জানার অধিকার আছে।

পুঁজিবাজারে কী কী অনিয়ম হয়েছে এটার একটা খতিয়ান দরকার আছে। আমরা জানতে চাই, এটা থাকলে সবাই অনিয়মের ব্যাপারে সতর্ক থাকবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাজেটের আগে ট্যাক্স অথরিটি আমাদের সঙ্গে বসবেন। আলোচনার মাধ্যমে আমরা ট্যাক্স সুবিধা পাবো বলে তিনি আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।