Monday , 6 January 2025 | [bangla_date]
  1. Alor Dhara24 News
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. এন আই সি ইউ
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. খেলাধুলা
  8. ধর্ম
  9. নারায়ণগঞ্জ
  10. ফতুল্লা
  11. বন্দর
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিক্টোরিয়া হাসপাতাল

পুনর্বহাল চান অব্যাহতিপ্রাপ্ত এসআইরা, নইলে কঠোর কর্মসূচি

প্রতিবেদক
AlorDhara24
January 6, 2025 9:47 am

আগামী ১২ জানুয়ারির মধ্যে চাকরিতে পুর্নবহালের নির্দেশনা না পেলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সম্প্রতি ট্রেনিং থেকে অব্যাহতি পাওয়া উপ-পরিদর্শকরা (এসআই)।

সোমবার (৬ জানুয়ারি) দুপুর দেড়টায় সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করে এই হুঁশিয়ারি দেন অব্যাহতিপ্রাপ্ত এসআইরা।

এর আগে তাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণির সঙ্গে দেখা করে দাবি আদায়ের বিষয়ে কথা বলেন। তখন জননিরাপত্তা বিভাগের সচিব বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন এবং এজন্য আন্দোলনকারীদের কাছ থেকে সময় চেয়ে নেন।

 

পরে প্রতিনিধি দল বাইরে এসে আগামী ১২ জানুযারি পর্যন্ত সময় বেঁধে দেন।

অব্যাহতি পাওয়া এসআই মো. রাফি বলেন, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের ট্রেনিং থেকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে ৩২১ জন সাব-ইন্সপেক্টরকে অব্যহতি প্রদানের প্রতিবাদ এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে আজকে দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি।

আমাদের মধ্য থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণির সাথে দেখা করি এবং আমাদের সাথে হওয়া বৈষম্যের বিষয়ে সার্বিক দিক তুলে ধরি। স্যার আমাদের সব কথা শুনে বলেন, আমাদের বিষয়ে একদিন তিনি ভ্রান্ত ধারণা নিয়েছিলেন।

তিনি আমাদের আশ্বস্ত করেছেন, অতি দ্রুত সময়ের মধ্যে উনি আমাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন এবং পুনরায় চাকরিতে পুর্নবহালের ব্যবস্থা করবেন। তিনি আমাদের কাছে একটু সময় চেয়েছেন।

 

তিনি আরও বলেন, আমরা আগামী ১২ জানুয়ারি পর্যন্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো। আমরা আশা করছি, এর মধ্যে আমাদের চাকরিতে পুর্নবহাল করা হবে। যদি আগামী ১২ জানুয়ারির মধ্যে আমরা সুনির্দিষ্ট নির্দেশনা না পাই, তাহলে আমরা পরবর্তীতে কঠিন কর্মসূচি পালন করবো।

এর আগে সকাল থেকে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন অব্যাহতি পাওয়া এসআইরা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

‘মন দুয়ারী’ নাটক নাকি সিনেমা, প্রেক্ষাগৃহে মুক্তির দাবি!

বাংলাদেশি দক্ষ-অদক্ষ কর্মী নেবে ইতালি, খুলছে ভিসার দুয়ার

সিদ্ধিরগঞ্জে সাবেক ছাত্রদল সভাপতি গ্রেপ্তারের পর জামিনে মুক্ত

উত্তরা ও তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

টাকা ছাপিয়ে ছাড়লে কার লাভ, কার ক্ষতি?

সাউথইস্ট ব্যাংকের জালিয়াতি, খেলাপি হয়েও এমপি হন তারা

খুলনায় জমজমাট ঈদের কেনাকাটা, পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক

রোজার পণ্যে কোনো সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা

ডিজিটাইজেশন ও জনবান্ধব এবং হয়রানিমুক্ত নাগরিকসেবা দানের জন্য মাইগভ প্ল্যাটফর্ম এর শুভ উদ্বোধন

জাতীয় যুব দিবসে টংগীবাড়ী উপজেলা কার্যালয়ের নানা কর্মসূচি