Friday , 3 January 2025 | [bangla_date]
  1. Alor Dhara24 News
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. এন আই সি ইউ
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. খেলাধুলা
  8. ধর্ম
  9. নারায়ণগঞ্জ
  10. ফতুল্লা
  11. বন্দর
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিক্টোরিয়া হাসপাতাল

খিচুড়ি খাওয়া নিয়ে থার্টি-ফার্স্ট নাইটে কিশোরকে গুলি, দুই আগ্নেয়াস্ত্র জব্দ

প্রতিবেদক
AlorDhara24
January 3, 2025 9:47 am

ঢাকার ধামরাইয়ে থার্টি-ফার্স্ট নাইটে খিচুড়ি খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে এক কিশোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের রোয়াইল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়।

এর আগে গত ৩১ ডিসেম্বর (থার্টি ফার্স্ট নাইটে) রাতে ধামরাইয়ের রোয়াইল ইউ    নিয়নে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, থার্টি ফার্স্ট নাইটে এক কিশোরকে গুলি করা হয়।

এ ঘটনায় গতকাল রাতে ধামরাই থানার ওসির নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্রসহ দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

 

প্রসঙ্গত, গত মঙ্গলবার ৩১ ডিসেম্বর রাতে ইংরেজি নতুন বছর বরণ উপলক্ষে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের রোয়াইল গ্রামে খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়। আয়োজকদের মধ্যে একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। খিচুড়ি খাওয়া নিয়ে তার সঙ্গে দ্বন্দ্বের জেরে আকাশ সরকার নামে এক কিশোরকে গুলি করে সে। পরে ওই কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত