Friday , 3 January 2025 | [bangla_date]
  1. ৫০ হাজার মানুষ পানিবন্দি
  2. Alor Dhara24 News
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. এন আই সি ইউ
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কো-অর্ডিনেটর
  8. খেলা
  9. খেলাধুলা
  10. জ্বালানী তেল বিপনন বন্ধ
  11. ধর্ম
  12. নারায়ণগঞ্জ
  13. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  14. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  15. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

দ্বিতীয় দিনেও সূর্যের দেখা নেই, মাদারীপুরে কনকনে ঠান্ডায় দুর্ভোগ

প্রতিবেদক
AlorDhara24
January 3, 2025 9:42 am

শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকেই কুয়াশায় ঢাকা পড়েছে প্রকৃতি। সঙ্গে হিম ঠান্ডা বাতাস বইছে।

ফলে মাদারীপুর জেলাজুড়ে কনকনে ঠান্ডায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

পৌষের মাঝামাঝি সময় এখন। বুধবার সকাল থেকে প্রকৃতিতে শৈত্য প্রবাহের মতো শুরু হয়েছে।

বৃহস্পতিবার সারাদিনেও রোদের দেখা মেলেনি মাদারীপুরে।

 

এদিকে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকেও আকাশ মেঘলা এবং কুয়াশা বিরাজ করছে।

রয়েছে কনকনে ঠান্ডা।

 

জানা গেছে, তাপমাত্রা কমতে থাকায় বিপাকে রয়েছে খেটে খাওয়া মানুষ। শীতের কারণে শুক্রবার সকাল থেকেই জেলার হাট-বাজারে ক্রেতার উপস্থিতি কম দেখা গেছে। সড়ক-মহাসড়কেও যাত্রীদের চলাচল বেশ কম। এদিকে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশা থাকায় যানবাহন চলাচলও বিঘ্নিত হয়েছে মহাসড়কে।

ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচরের মুন্সীরবাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে আহত হয় কমপক্ষে ২০ জন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে, কুয়াশার কারণে দিকনির্ণয়ে ব্যর্থ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।

জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর এলাকার কৃষক মো. হারুন বলেন, সকাল থেকেই তীব্র ঠান্ডা। সূর্য ওঠে নাই। তীব্র শীতের কারণে ক্ষেতে কাজ করা কষ্টকর হয়ে যাচ্ছে।

ওই এলাকার আব্দুল খালেক নামে এক দিনমজুর বলেন, শীতে বেশ কষ্টে আছি। কাজ করতে পারছি না। এরকম অবস্থা থাকলে আমাদের জন্য কষ্টের সীমা থাকবে না।

এদিকে জেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদী বেষ্টিত শিবচর উপজেলার চরাঞ্চলে বসবাসরত সাধারণ মানুষ এই শীতে পড়েছেন চরম দুর্ভোগে। কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত এই অঞ্চলের মানুষ। গবাদি পশু নিয়ে বিপাকে রয়েছেন তারা।

চরের একাধিক বাসিন্দা জানিয়েছেন, চর এলাকায় শীতের প্রকোপ একটু বেশি। সূর্যের দেখা না মিললে আর বাতাস থাকলে ঘরের বাইরে থাকা কষ্টকর হয়ে ওঠে। অনেকেই খড়-কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শীতে ইতোমধ্যে ৮ লাখ টাকার শীতবস্ত্র ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। শীতবস্ত্র ক্রয়ের পর দ্রুত উপজেলার চরাঞ্চলসহ শীতে দুর্ভোগে থাকা মানুষের মধ্যে বিতরণ করা হবে।

এদিকে জেলা আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। শুক্রবার মধ্যরাতে তাপমাত্রা একটু বাড়লেও দিনে কমার সম্ভবনা রয়েছে। ফলে শীতের মাত্রা বাড়বে। মাঝারি কুয়াশা পড়তে পারে মধ্যরাত থেকে।

সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন চারপাশ। সূর্যের দেখা না মেলায় এবং বাতাস থাকায় শীতের মাত্রা বেড়েছে। এমন বৈরী আবহাওয়ায় দুর্ভোগ নিম্ন আয়ের মানুষের।

জানতে চাইলে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, ‘কুয়াশার কারণে রাত থেকে সকাল ৯টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। গতি কমিয়ে চলতে হয় যানবাহনগুলোকে। এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে শিবচরের মুন্সীরবাজার সংলগ্ন এক্সপ্রেসওয়তে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস উল্টে যাত্রীরা আহত হয়েছেন। এর আগে বুধবার ভোরে এক্সপ্রেসওয়ের পুলিয়া নামক স্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

সর্বশেষ - শহরের বাইরে

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ২

হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার

হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার

ঝালকাঠিতে পরিত্যক্ত জমিতে তুলা চাষে সাফল্য

নারায়ণগঞ্জ -৪ এ নির্বাচনী প্রস্তুতি নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মহানগরীর পরামর্শ সভা অনুষ্ঠিত

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় জবুথবু সিরাজগঞ্জ

রূপগঞ্জের সরকারি মুরাপাড়া কলেজে সিসিএসের মতবিনিময় ও পরিচিতি  সভা

মিয়ানমার সীমান্তে চলছে কঠোর নজরদারি

মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ভাঙা হাত নিয়েই ডাকসু নির্বাচনে দায়িত্ব পালন করছেন ডিসি মাসুদ