মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি উত্তরীয় ঠান্ডা বাতাসের কারণে তীব্র শীতে কাঁপছে যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সিরাজগঞ্জ।
ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ জেলার সব রুট। দুপুর গড়িয়েও কুয়াশা কিছুটা কমলেও দেখা মেলেনি সূর্যের দেখা।
তবে সকাল থেকেই উত্তরীয় হিমেল বাতাস বইছে। বৃষ্টির মতো ঝিরিঝিরি ঝরছে শিশির।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।