ঢাকাWednesday , 25 December 2024
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. খেলা
  4. ধর্ম
  5. ফতুল্লা
  6. বন্দর
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মাল্টিমিডিয়া
  11. রূপগঞ্জ
  12. লাইফস্টাইল
  13. শহরের বাইরে
  14. শিক্ষাঙ্গন
  15. সদর
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় পোশাক কারখানার গোডাউনে অগ্নিকান্ড

MD Jahidul islam
December 25, 2024 1:24 pm
Link Copied!

আলোরধারা ডেস্ক: 

ফতুল্লার শাসনগাঁও এলাকায় অবস্থিত মাদার কালার নামের একটি গার্মেন্টস  কারখানার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগুনে বিপুল পরিমাণ কাপড় ও এক্সেসরিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বুধবার বিকেলে সাড়ে ৪ টায় অগ্নিকান্ডের এ বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম। এরআগে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গার্মেন্টসটির নিচতলার গোডাউনে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে আকস্মিকভাবে মাদার কালার নামের গার্মেন্টস কারখানার গোডাউনে অগ্নিকান্ড শুরু হয়। আগুন দেখতে পেয়ে কারখানার লোকজন প্রথমে ফতুল্লা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফতুল্লার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকতে থাকায় আরো ৩টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ফতুল্লা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়ন স্টেশন অফিসার মো. আব্দুল হালিম বলেন, আগুন লাগার পর ফতুল্লার ২টি, নারায়ণগঞ্জ সদর (মন্ডলপাড়া) ফায়ার সার্ভিসের ডিএডিসহ ২টি ও পাগলার ১টি ইউনিট নিয়ে মোট ৫টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে কাপড় ও এক্সেসরিজসহ গোডাউনের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।