ঢাকাWednesday , 25 December 2024
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. ধর্ম
  6. ফতুল্লা
  7. বন্দর
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মাল্টিমিডিয়া
  12. রূপগঞ্জ
  13. লাইফস্টাইল
  14. শহরের বাইরে
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে সংসদ ভবনের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি

AlorDhara24
December 25, 2024 1:21 pm
Link Copied!

ভারতের নয়াদিল্লিতে নতুন সংসদ ভবনের কাছে নিজের শরীরে আগুন দেন এক ব্যক্তি। স্থানীয় থানা ও রেলওয়ে পুলিশের সঙ্গে বেসামরিক কয়েকজন নাগরিক দ্রুত ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

বুধবার এ ঘটনা ঘটে।

 

আহত ব্যক্তিকে সংসদ ভবনের কাছে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত নিকটবর্তী রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যান।

ঘটনাস্থল থেকে আংশিকভাবে পোড়ানো দুই পৃষ্ঠার একটি নোটও উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানায়, আহত ব্যক্তির নাম জিতেন্দ্র।

তিনি উত্তরপ্রদেশের বাঘপাটের বাসিন্দা। তিনি রেলওয়ে ভবনের কাছে একটি পার্কে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন এবং পরে সংসদ ভবনের দিকে দৌড়ে যান।

রেলওয়ে ভবন সংসদ ভবনের বিপরীত দিকে অবস্থিত।

 

জিতেন্দ্রর পরিবার বাঘপাটে অন্য একটি পরিবারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষেরই লোকজনকে জেলে পাঠানো হয়। এ নিয়ে তিনি বেশ মনঃক্ষুণ্ন ছিলেন। বুধবার সকালে তিনি ট্রেনে দিল্লি আসেন, রেলওয়ে ভবন চত্বরে পৌঁছে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন।

পুলিশ আরও জানায়, ওই ব্যক্তির শরীর ভয়াবহভাবে পুড়ে গেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।

এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ওই ঘটনার বিষয়ে একটি ফোন কল পাওয়া যায়। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং একটি ফরেনসিক তদন্ত দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

ঘটনার পরপরই ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তিকে একটি কালো কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

বর্তমানে ভারতে সংসদ অধিবেশন চলছে না। ২০ ডিসেম্বর অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।