আলোরধারা ডেস্ক:
ভারতে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অবৈধভাবে সেখানে অবস্থানের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গত শনিবার ও রবিবার ভিওয়ান্ডি শহরের কালহের এবং কোনগাঁও এলাকায় অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে এক নারীও রয়েছেন। তাদের সকলের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে। তবে তাদের পরিচয় জানানো হয়নি।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছে ভারতে অবস্থানের বৈধ কোন কাগজপত্র ছিল না।
তাদের বিরুদ্ধে বিদেশী নাগরিক আইন এবং ভারতীয় পাসপোর্ট আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।