ঢাকাSunday , 22 December 2024
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. খেলা
  4. ধর্ম
  5. ফতুল্লা
  6. বন্দর
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মাল্টিমিডিয়া
  11. রূপগঞ্জ
  12. লাইফস্টাইল
  13. শহরের বাইরে
  14. শিক্ষাঙ্গন
  15. সদর
আজকের সর্বশেষ সবখবর

যমুনার সামনে যেতে বাধা, কাকরাইল মোড়ে শুয়ে পড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

AlorDhara24
December 22, 2024 10:37 am
Link Copied!

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবি আদায়ে এবার রাজধানীর কাকরাইল মসজিদ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এর আগে ইনকিলাব মঞ্চের মিছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যেতে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে।

এতে প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়ে এক পর্যায়ে সেখানে রাস্তায় শুয়ে পড়েন।

 

রোববার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা কাকরাইল মসজিদ মোড়ের মাঝখানে শুয়ে রাস্তা অবরোধ করেন।

এতে যানবাহনের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যায়।

 

তবে অবরোধকারীরা সংখ্যায় অনেক কম হওয়ায় পাশের রাস্তাগুলো দিয়ে যান চলাচল করছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি জানান, তাদের দাবির শুনতে উপদেষ্টাদের কেউ না এলে অথবা তাদের তাদের কয়েকজনকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার ব্যবস্থা না করে দিলে তারা রাস্তা অবরোধ করে এভাবে গণঅনশন করবেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিল নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন।

মিছিলটি মৎস্যভবন হয়ে দুপুর ১টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েন।

 

এ সময় পুলিশ ও এপিবিএন-এর সদস্যদের যমুনা অভিমুখে যাওয়ার রাস্তার দুই পাশেই ব্যারিকেড দিতে দেখা যায়। পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ডানপাশের রাস্তার একপাশে বসে পড়েন। তবে তখন রাস্তার দুই পাশেই যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

ইনকিলাব মঞ্চের তিন দাবি হলো-

১. গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে।

২. সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।