ঢাকাSunday , 22 December 2024
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. ধর্ম
  6. ফতুল্লা
  7. বন্দর
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মাল্টিমিডিয়া
  12. রূপগঞ্জ
  13. লাইফস্টাইল
  14. শহরের বাইরে
  15. শিক্ষাঙ্গন

নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাসমিন আক্তার পিপিএম’র যোগদান

AlorDhara24
December 22, 2024 11:40 am
Link Copied!

আলোরধারা ডেস্ক:
নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হিসেবে তাসমিন আক্তার, পিপিএম যোগদান করেন। গত ১৯ ডিসেম্বর নারায়ণগঞ্জে তিনি যোগদান করেন। এসময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার(পিপিএম) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ভিকারুননিসা নুন কলেজ থেকে এইচএসসি পাশ করে অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন পুলিশ সায়েন্স ডিগ্রি অর্জন করেন।
তিনি ৩০ তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
এর আগে তাসমিন আক্তার, পিপিএম আর্মড পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ এবং এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।