ঢাকাThursday , 19 December 2024
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. খেলা
  4. ধর্ম
  5. ফতুল্লা
  6. বন্দর
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মাল্টিমিডিয়া
  11. রূপগঞ্জ
  12. লাইফস্টাইল
  13. শহরের বাইরে
  14. শিক্ষাঙ্গন
  15. সদর
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

AlorDhara24
December 19, 2024 10:27 am
Link Copied!

খাগড়াছড়িতে ঢাকা থেকে খাগড়াছড়িগামী পর্যটকবাহী বাস উল্টে ২০ পর্যটক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আলুটিলা পুর্নবাসন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার রাতে ঢাকা থেকে ট্যুর গ্রুপের ব্যবস্থাপনায় গোমতি গোল্ডেন এক্সপ্রেস গাড়িতে সাজেকের উদ্দেশে ৪০ যাত্রী নিয়ে রওনা হয়। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এতে ২০ জন যাত্রী আহত হন।

তারা সবাই রাজবাড়ীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার বাসিন্দা। আহতদের পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

আহতরা সবাই সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক মো. মীর মোশারফ হোসেন বলেন, আহদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২-৩ জন রোগী ছাড়া কেউ বড় ধরনের আহত হননি। সবাই খাগড়াছড়ি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরতে পারবেন বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।