মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালটির বাগান গেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লাভলু আহমেদ জানান, বাগান গেটের বিপরীত পাশের ফুটপাতে মৃত অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে ও মাদকাসক্ত।
ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।