ঢাকাThursday , 12 December 2024
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. ধর্ম
  6. ফতুল্লা
  7. বন্দর
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মাল্টিমিডিয়া
  12. রূপগঞ্জ
  13. লাইফস্টাইল
  14. শহরের বাইরে
  15. শিক্ষাঙ্গন

সিরিয়ায় বাশার আল-আসাদের বাবার কবরে আগুন

Md Jahidul Islam
December 12, 2024 7:52 am
Link Copied!

আলোরধারা ডেস্ক:

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদের সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা। পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে হাফিজ আল-আসাদের আদি জন্মশহর কারদাহায় বুধবার এ ঘটনা ঘটে।

কয়েকটি ছবিতে বিদ্রোহী যোদ্ধাদেরকে হাফিজ আল-আসাদের জ্বলন্ত সমাধির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। কয়েকজন তরুণও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এ দৃশ্য।

আল-জাজিরা জানায়, হাফিজ আল-আসাদ ১৯৭১ সাল থেকে ২০০০ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত সিরিয়ার শাসনক্ষমতায় ছিলেন। হাফিজের মৃত্যুর পর শাসনক্ষমতা নিয়েছিলেন তার ছেলে বাশার আল-আসাদ।

সম্প্রতি বিদ্রোহীদের ১২ দিনের ঝড়ো আক্রমণের মুখে পতন হওয়ার আগ পর্যন্ত ২৪ বছর বাশার আল-আসাদ সিরিয়ার ক্ষমতায় ছিলেন। তার বাবা হাফিজ আল-আসাদ জনগণের ওপর কঠোর শাসন জারি রেখেছিলেন।

ছেলে বাশার আল-আসাদও বাবার মতোই দেশ শাসনে কঠোর নীতি অনুসরণ করে জনপ্রিয়তা হারিয়েছিলেন।

গত রোববার বিদ্রোহীদের আক্রমণের মুখে রাজধানী দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এর মাধ্যমে তার দুই যুগের শাসনামলের অবসান ঘটে।

বিদ্রোহীরা এরই মধ্যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্রিয়া শুরু করেছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোহাম্মদ আল-বশিরকে।

তিনি বাশার সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শাম পরিচালিত সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধান ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।