ঢাকাWednesday , 11 December 2024
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. খেলা
  4. ধর্ম
  5. ফতুল্লা
  6. বন্দর
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মাল্টিমিডিয়া
  11. রূপগঞ্জ
  12. লাইফস্টাইল
  13. শহরের বাইরে
  14. শিক্ষাঙ্গন
  15. সদর

বড় হারে সিরিজও হারালো বাংলাদেশ

AlorDhara24
December 11, 2024 3:52 am
Link Copied!

ব্যাট হাতে সুবিধা করতে পারেননি টপ অর্ডার ব্যাটার। অষ্টম উইকেট জুটিতে রেকর্ড রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

তাদের রানে ভর করে বাংলাদেশ যে পুঁজি পায়, তা নিয়ে তেমন একটা লড়াইও করা যায়নি।

 

মঙ্গলবার রাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

শুরুতে ব্যাট করে ২২৭ রানে অলআউট হয় সফরকারীরা। এই রান তাড়ায় নেমে ৭৯ বল আগে জয় পেয়েছে ক্যারিবীয়রা।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে বাংলাদেশ। শুরুটা হয় সৌম্য সরকারকে দিয়ে।

চতুর্থ ওভারের সময় মিড অনে গুদাকেশ মোতির হাতে সহজ ক্যাচ দিয়ে আউট হয়ে যান সৌম্য সরকার। তিনে খেলতে নেমে ব্যর্থ হন লিটন দাস।

 

ইনিংসের শুরু থেকেই রান করতে পারছিলেন না তিনি। ধৈর্যও তাই ছিল না। ১৯ বলে ৪ রান করে পুল করতে গিয়ে ঠিকঠাক পারেননি লিটন। ক্যাচ দেন ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো এভিন লুইসের হাতে।

চারে নেমে ৫ বলে ১ রান করে বোল্ড হন মেহেদী হাসান মিরাজ। সিলসের বল তার ব্যাটে লেগে চলে যায় স্টাম্পে। তিন ব্যাটার আউট হলেও ওপেনার তানজিদ হাসান তামিম শুরু থেকেই খেলছিলেন বেশ স্বাচ্ছন্দ্যে। তার ব্যাট থেকে আসছিল বাউন্ডারিও।

কিন্তু দলের রান যখন ১০০, তখনই আউট হয়ে যান আফিফ। ২৯ বলে ২৪ রান করে গুদাকেশ মোতির বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। ভাঙে ৩৬ রানের জুটি। ৯ বলে ৩ রান করে জাকের আলি ও ৮ বলে শূন্য রানে রিশাদ ফিরলে দলের বিপদ আরও বাড়ে।

১১৫ রানে ৭ উইকেট হারিয়ে দল যখন অল্প রানে অলআউট হওয়ার শঙ্কায় তখনই হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব। দুজন মিলে ওয়ানডেতে অষ্টম উইকেটে রেকর্ড জুটি গড়েন।

২০১৯ সালে মোহাম্মদ মিঠুনের সঙ্গে মিলে নিউজিল্যান্ডে ৮৪ রান করেছিলেন মোহাম্মদ সাফিউদ্দিন। এবার সেটিকে ছাড়িয়ে ১০৬ বলে ৯২ রান করেন মাহমুদউল্লাহ ও তানজিম সাকিব। ৬২ বলে ৪৫ রান করে রস্টন চেজের বলে তার হাতে ক্যাচ দিয়েই আউট হন তানজিম।

তিনি ফেরার কিছুক্ষণের মধ্যেই আউট হন মাহমুদউল্লাহ রিয়াদও। ৪ উইকেটে ৬৪ রানে নেমেছিলেন তিনি। এরপর ৪ ছক্কা ও ২ চারে ৯২ বলে ৬২ রান করে দলের রানকে একটা ভালো জায়গায় নিয়ে গেছেন রিয়াদ। তার বিদায়ের পর ৮ বলে ১৫ রানের ইনিংসে দলের রান আরেকটু বাড়িয়েছেন শরিফুল ইসলাম।

রান তাড়ায় নেমে তেমন কোন সমস্যায় পড়তে হয়নি ওয়েস্ট ইন্ডিজকেও। উদ্বোধনী জুটিতেই ৯২ রান তোলে তারা। ৬২ বলে ৪৯ রান করে রিশাদ হোসেনের বলে তার হাতে ক্যাচ দেন এভিন লুইস। আরেক ওপেনার ব্রেন্ডন কিং ৭৬ বলে ৮২ রান করে বোল্ড হন নাহিদ রানার ওভারে।

তিনে নেমে ৪৭ বলে ৪৫ রান করে আউট হন কেসি কার্টি। তার বিদায়ের পর দলের হয়ে বাকি কাজটা করেন শাই হোপ ও শেরফান রাদারফোর্ড।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।