আলোরধারা ডেস্ক:
শহরের বিভিন্ন এলাকায় তার ছিলো গুন্ডা বাহিনী সেই বাহিনী কে ব্যবহার করে নারায়ণগঞ্জের বিভিন্ন যায়গায় করতো চাঁদাবাজি জুট সন্ত্রাস ও নাশকতা জমি দখল সহ আরো বিভিন্ন অপকর্ম
ও নার পালিত গুন্ডা বাহিনী ছিলো ঠিক ওনার মতো সব সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিতো এবং চাঁদাবাজি মাদক ব্যবসা ও আরো অসংখ্য অপকর্মের সাথে জড়িয়ে ছিলো –
বিভিন্ন সময়ে তাদের অপকর্মের বিরুদ্ধে অভিযোগ করলেও কোনো লাভ হতো না কারণ তাদের হাত ছিলো অনেক লম্বা –
তাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলায় পুলিশ লাইন টাগাড় পার এলাকাবাসী বিভিন্ন সময়ে কথা বললেও তাদের বাড়িতে বিভিন্ন সময় হামলা মামলার ভয় দেখায় — এই ষড়যন্ত্র শিকার হয় রাবিব খান ও তার বন্ধুরা ও বিভিন্ন সময়ে রাবিব খানকে ভয় দেখিয়ে তাদের সাথে থাকতে বাধ্য করতে চায় যদিও সে তাদের কথায় অনেক বিভ্রান্তিতে পড়ে তাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় ভয় দেখানো হয় !
রাবিব খান এলাকাবাসীর পছন্দের মানুষ হওয়ায় তাদের রসানলে পড়তে হয় এবং বিভিন্ন সময় তাদের দলিও প্রগরামের সাথে থাকতে বাধ্য করে
আর এখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে পদ পরিবর্তনের পরে একটা মোহল থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে
এবং তার সামনের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্যই এই অপপ্রচার করা হচ্ছে
তাদের পারিবারীক সূত্রে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপির নেতা জনাব জাকির খান সাহেবের পরিবারের সাথে সম্পর্ক থাকায় এই সময়ে তার নামে এখন একটা কুচুটে মহল ঢালাওভাবে অপপ্রচার চালানোর চেষ্টা চালাচ্ছে
এইদিকে আরো জানা যায় রাবিব খান দৈনিক স্বাধীন কাগজ প্রএিকা নারায়ণগঞ্জ প্রতিনিদী হয়ে কাজ করতেন।
সেই শুভাদিতে বিভিন্ন সমায় বিভিন্ন দলের নেতা করমীদের সাথে কাজের বেপারে সমায় দেওয়া হয়।
রাবিব ডিবি পুলিশ এর সাথে কথা বলেছেন তার শারীরিক খতির চিন্তা আনেকেই করছে।
আইনসিংখলা বাহিনি বলেছেন কনো ধরনের কনো সমস্যা হলে কঠোর পদ্বেখেপ নেওয়া হবে