আলোরধারা ডেস্ক:
শনিবার রাজধানীর আত ত্বরীক মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় মুবাল্লিগ সম্মেলন-২৫ এ ২০২৪ সেশনের সদ্য সাবেক সভাপতি নূরুল বশর আজিজীকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন নূরুল বশর আজিজী একজন প্রাজ্ঞ ও দূরদর্শী নেতা। তার ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে দীর্ঘদিন সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে আনজাম দিয়ে সংগঠনকে এগিয়ে নিতে কাজ করেছে। আমরা তার সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করি।
কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর বলেন, নুরুল বশর আজিজী ভাই ত্যাগ – কুরবানীর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইসলামী বিপ্লবের কর্মীদের জন্য। মেধা, যোগ্যতা, দক্ষতায় তিনি অনন্য হওয়া সত্ত্বেও দুনিয়ার চাকচিক্য ভাইকে কখনোই আকর্ষণ করেনি। ইসলামী বিপ্লবের জন্য তার যৌবনের সোনালী সময় তিনি বিনিয়োগ করেছেন। ভাইয়ের ত্যাগ- কুরবানী থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
সংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সহ-সভাপতি মুনতাছির আহমাদ, সদ্য সাবেক জয়েন্ট সেক্রেটারি জেনারেল শিব্বির আহমাদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল ইসলাম, তথ্য গবেষণা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ, অর্থ ও কল্যাণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সারাদেশের মুবাল্লিগবৃন্দ।