ঢাকাThursday , 5 December 2024
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. খেলা
  4. ধর্ম
  5. ফতুল্লা
  6. বন্দর
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মাল্টিমিডিয়া
  11. রূপগঞ্জ
  12. লাইফস্টাইল
  13. শহরের বাইরে
  14. শিক্ষাঙ্গন
  15. সদর

মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তমা মির্জা

Md Jahidul Islam
December 5, 2024 12:41 pm
Link Copied!

আলোরধারা ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় পরিচালক-প্রযোজক মোস্তফা সরয়ার ফারুকী। আড়াই দশকের বেশি সময় ছবি ও নাটক পরিচালনা করছেন ফারুকী। তিনি সরকারের উপদেষ্টা পদে যোগ দেওয়ায় আশার আলো দেখছেন এপার এবং ওপার বাংলার চলচ্চিত্র জগতের মানুষেরা।

এসব বিষয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে কথা বলেছেন ‘সুড়ঙ্গ’ ছবির নায়িকা তমা মির্জা। অভিনেত্রী বলেন, আমি রাজনীতি বুঝি না। বিষয়টি থেকে দূরে থাকতেই পছন্দ করি। তার পরেও মনে হয়, বিনোদন দুনিয়ার কোনো ব্যক্তি যদি বিষয়টি বোঝেন, তা হলে তিনি যোগ দিতেই পারেন। সেই জায়গা থেকে ফারুকী ভাই উপযুক্ত ব্যক্তি।

তমা মির্জা বলেন, নতুন উপদেষ্টা রাজনীতির পাশাপাশি ছবির জগৎকেও সমান ভালবাসেন। এ রকম কোনো মানুষ শাসনকার্যে যুক্ত হলে অবশ্যই তার থেকে বিনোদন দুনিয়ার বাকিদের প্রচ্ছন্ন প্রত্যাশা তৈরি হয়। সরকারের কাছে তিনি তাদের ভাল-মন্দ তুলে ধরবেন- এমনই আশা করেন অভিনেত্রী। একইভাবে তিনি আশা করছেন, দুই বাংলার জন্য হয়তো ভালো কিছু খবর আসতে চলেছে।

ভারতের যাওয়ার ভিসা জটিলতা নিয়ে এ সময় তমা মির্জা বলেন, ভিসা জটিলতায় আমি নিজেও ভুগছি। সব সময় কাজের জন্যই যে ভারতে যেতে হবে, এমন কথা নেই। ভারতেও অনেক বন্ধু, শুভাকাঙ্ক্ষী আছেন। ইচ্ছে করে, তারা আসুন বা আমরা তাদের কাছে যাই। এই জায়গাটা অনেক দিন ধরেই বন্ধ।

তাই তিনি মন থেকে চাইছেন, যোগাযোগের এই মাধ্যমের যাবতীয় জট কাটিয়ে যেন দ্রুত স্বাভাবিক হয়। যাতে দুই বাংলার মানুষ আবার আগের মতো কাজের পাশাপাশি বন্ধুত্বের কারণেও দুই দেশে যাতায়াত করতে পারেন।

তিনি আরও বলেন, আমার খুব খারাপ লেগেছে, আমাদের অনেক শিল্পী ভিসা জটিলতার কারণে ভারতে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও যখন কাজ করতে পারেননি, কলকাতার অনেক শিল্পীও একই ভাবে বঞ্চিত। এটা আমাদের কাছে খুবই কষ্টের। কারণ, চুক্তিবদ্ধ হওয়ার পর আমরা সেই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিতে থাকি।

তমা আশা করেন, আগামী দিনে কোনো শিল্পীকে যেন শুধু ভিসার কারণে নির্দিষ্ট কাজ হারাতে না হয়।

আগামী বছর তমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক কাজ তার হাতে। তার মধ্যে দু’টি বড় বাজেটের ছবি এবং দু’টি সিরিজ় রয়েছে। ইতিবাচক ভাবনা নিয়েই তিনি আপাতত নিজের কাজে মনোযোগী। পুরোদমে শুটিংয়ে ব্যস্ত।

এদিকে গত ৫ আগস্ট সাধারণ শিক্ষার্থী ও জনগণের তোপের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকে দেশ চালানোর দায়িত্ব পড়েছে অন্তর্বর্তী সরকারের। তবে এই সরকারের আমলেও অনেক তারকাদের রাজনীতির মাঠে নামা কিংবা ক্ষমতার সঙ্গে যুক্ত থাকার ধারা অভ্যাহত দেখা গেছে।

এর মধ্যেই গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ওই দিন সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এরইমধ্যে উপদেষ্টা হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর উপদেষ্টা হওয়ার পর থেকে ইন্ডাস্ট্রির সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এ নির্মাতা। উপদেষ্টা হিসেবে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়েই বিভিন্ন পরিকল্পনা হাতে নিতে যাচ্ছেন নির্মাতা ফারুকী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।