যুদ্ধ-বিগ্রহ, স্থানীয় সংঘাত অথবা অর্থনৈতিক কারণে প্রতিবছর কয়েক লাখ অবৈধ অভিবাসী ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়ের আশায় পাড়ি জমান। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যাক আশ্রয়ের প্রার্থীকে মোকাবিলা করতে হয় যুক্তরাজ্যেকে।
আর অভিবাসীর ঢল নিয়ন্ত্রণে দেশটির ব্যর্থতার অন্যতম কারণ হলো ইংলিশ চ্যানেল।
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েই অবৈধ অভিবাসীরা ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পৌঁছান।
এই অভিবাসীদের চ্যানেল ক্রসিং করতে সহায়তা করে বিভিন্ন মানবপাচার চক্র। চক্রটি প্যাকেজ আকারে অভিবাসীদের নিয়ে চ্যানেল পাড়ি দেওয়ার ব্যবস্থা করে।
ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পার করে এবছর ৩৩ হাজারের এর বেশি অবৈধ অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছে।
লেবার পার্টি সরকার ক্ষমতায় আসার পর এই সংখ্যা ছিল ২০ হাজার ১১০ জন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।