ঢাকাTuesday , 26 November 2024
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. খেলা
  4. ধর্ম
  5. ফতুল্লা
  6. বন্দর
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মাল্টিমিডিয়া
  11. রূপগঞ্জ
  12. লাইফস্টাইল
  13. শহরের বাইরে
  14. শিক্ষাঙ্গন
  15. সদর

কেউ মিথ্যা মামলা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

AlorDhara24
November 26, 2024 5:13 pm
Link Copied!

মিথ্যা মামলা বেড়ে গেছে মন্তব্য করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোনো অবস্থায়ই মিথ্যা মামলা নেওয়া যাবে না। কেউ যদি মিথ্যা মামলা করে তাকে আইনের আওতায় আনতে হবে।

 

 

তিনি বলেন, সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। কেউ পরিচয় জানতে চাইলে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে।

অকারণে কাউকে গ্রেপ্তার নয়।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সিলেট সার্কিট হাউসে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

 

search

কেউ মিথ্যা মামলা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট

কেউ মিথ্যা মামলা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেট: মিথ্যা মামলা বেড়ে গেছে মন্তব্য করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোনো অবস্থায়ই মিথ্যা মামলা নেওয়া যাবে না। কেউ যদি মিথ্যা মামলা করে তাকে আইনের আওতায় আনতে হবে।

 

তিনি বলেন, সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। কেউ পরিচয় জানতে চাইলে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে।

অকারণে কাউকে গ্রেপ্তার নয়। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সিলেট সার্কিট হাউসে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

৫ আগস্টের পর প্রতিহিংসামূলক বেশ কিছু মামলা হয়েছিল, সিলেটের প্রবাসীদেরও মামলায় জড়িত করা হয়েছিল এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক ভুয়া মামলা হয়েছে। এ ভুয়া মামলায় নিরপরাধ কোনো ব্যক্তি যেন হয়রানির স্বীকার না হয়, এ ব্যবস্থা আমরা নিচ্ছি।

এ জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি আলোচনা হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং লিগেলিটি একজন কর্মকর্তা নিয়ে আমরা একটি কমিটি করে দেবো। তারা এটা দেখবে কোন মামলাটি তাদের জন্য গ্রহণযোগ্য এবং কোন মামলা গ্রহণযোগ্য না। 

যারা এ ভুয়া মামলা দিচ্ছে তাদের ধরিয়ে দিতে গণমাধ্যমের কাছেও সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা। যারা ভুয়া মামলা করেছেন এবং ভুয়া মামলা দিয়ে টাকা রোজগার করছেন, তাদের আইনের আওতায় আনা হবে।

এর আগে সার্কিট হাউসে কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, অনেক সমস্যা-সমালোচনা মোকাবিলা করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় যে যা বলুক, কাজ করে যেতে হবে। কি পরিস্থিতির মধ্যে আপনারা কাজ শুরু করেছেন, তা সবাইকে বিবেচনা করতে হবে। কেউ প্রশংসা করুক, না করুক কাজ করে যেতে হবে।

তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার পেছনে চাঁদাবাজরা দায়ী উল্লেখ করে উপদেষ্টা বলেন, শক্ত হাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে। আর সাম্প্রতিক সময়ে পুলিশে নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে, এ ধারা অব্যাহত রাখতে হবে।

নিয়োগ ও পোস্টিং বাণিজ্য বরদাশত করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে হবে।

‘মব জাস্টিস’ বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীকে উপদেষ্টা সতর্ক থাকার কথা বলেন।

শীর্ষ সন্ত্রাসীরা আইনি প্রক্রিয়ায় বের হওয়ার পর পুনরায় অপকর্মে জড়ালে তাদের ফের আইনের আওতায় আনতে হবে বলেও উপদেষ্টা উল্লেখ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজি, হয়রানি বন্ধ করতে হবে। যারা ভালো উদ্দেশ্যে কাজ করে, তারা এসবে জড়িত নয়। পুলিশ ও র‌্যাবের ক্ষেত্রে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। মানুষের সঙ্গে আরও ভালো ব্যবহার করে কোনো ক্ষোভ থাকলে তা কমাতে হবে।

আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে উপদেষ্টা বলেন, সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। কেউ পরিচয় জানতে চাইলে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। অকারণে কাউকে গ্রেপ্তার করা যাবে না।

কেউ অবৈধ আদেশ দিলে তা পালন করবেন না। সভায় সিলেটের বিভাগীয় কমিশনারসহ সশস্ত্র বাহিনী, জেলা, উপজেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমরা সবকিছুরই দিকে নজর দিচ্ছি। কিন্তু আমার মন্ত্রণালয়ে আমি এই দুইটার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আর যার যার মন্ত্রণালয়গুলোর ভেতরে তারা নজর দিচ্ছে।

উপদেষ্টা বলেন, ৬, ৭ এবং ৮ আগস্টের পর থেকে কোনো উন্নতি হয়নি। আমার হাতে এরকম কিছু নাই যে, বলবো আর হয়ে যাবে। তবে কিছুটা উন্নতি হয়েছে। আমি বলবো আরও উন্নতি হওয়ার অবকাশ আছে। এজন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা চাই।

থানায় হামলা হয়েছিল এবং অস্ত্র লুট হয়েছিল, সেই অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সম্পূর্ণ অস্ত্র এখনও উদ্ধার হয় নাই। এজন্য আমাদের অস্ত্র উদ্ধার অভিযান কিন্তু বন্ধ করিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।