তুরস্কের আঙ্কারাতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। আঙ্কারাস্থ হিলটন এসএ হোটেলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) তুরস্কের বাংলাদেশ দূতাবাস জানায়, সশস্ত্র বাহিনী দিবস সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের চিফ অব তার্কিশ জেনারেল স্টাফ জেনারেল মেতিন গুরাক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার্কিশ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক, তুরস্কে কর্মরত বিভিন্ন দেশের প্রতিরক্ষা উপদেষ্টারা, তুরস্ক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কূটনৈতিক কোরের সদস্যরা, প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধি, শিক্ষাবিদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা, বাংলাদেশ দূতাবাসের সব কর্মকর্তা/কর্মচারী এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশ ও তুরস্কের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।