শীতলক্ষ্যা নদীর মাটি কেটে বিক্রি করার সময় জনতা কর্তৃক মাটি ভর্তি ট্রাক আটক

আলোরধারা ডেস্ক:

বন্দরে দিন দুপুরে  শীতলক্ষ্যা নদীর মাটি কেটে ট্রাক যোগে অন্যত্র স্থানে বিক্রি করার সময় স্থানীয় জনতা মাটি ভর্তি একটি ট্রাক আটক করে পুলিশে সোর্পদ করেছে। ওই সময় ছিচকে সন্ত্রাসী আমজাদ ওরফে বল্টু আমজাদসহ তার চেলাচামুন্ডারা স্থানীয় জনতাসহ পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রান রক্ষার্থে কৌশলে পালিয়ে যায়।

রোববার (১০ নভেম্বর)  বিকেল ৫টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী এলাকা থেকে মাটি ভর্তি ট্রাকটি  আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

স্থানীয় এলাকাবাসী তথ্যসূত্রে জানাগেছে, বন্দর থানার দেউলী এলাকার কুখ্যাত সন্ত্রাসী আমজাদ হোসেন ওরফে বল্টু আমজাদ ও  একই এলাকার রনীসহ তাদের তাদের সাঙ্গপাঙ্গরা দীর্ঘ দিন ধরে শীতলক্ষ্যা নদী পাড়ে অবাধে ভাবে মাটি কেটে ট্রাকযোগে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল।  প্রতিদিনের ন্যায়  রোববার বিকেলে কুখ্যাত সন্ত্রাসী আমজাদ হোসেন ওরফে বল্টু আমজাদের নেতৃত্বে একই এলাকার অপর সন্ত্রাসী রনীসহ তার সাঙ্গপাঙ্গরা উল্লেখিত স্থান থেকে মাটি কেটে ঢাকা মেট্রো ড ১১-৩৭১৬ নাম্বার ট্রাকযোগে মাটি বিক্রি করার সময় স্থানীয় জনতা উক্ত গাড়ীটি আটক করে বন্দর থানা পুলিশ সোর্পদ করে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *