ঢাকাMonday , 11 November 2024
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. ধর্ম
  6. ফতুল্লা
  7. বন্দর
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মাল্টিমিডিয়া
  12. রূপগঞ্জ
  13. লাইফস্টাইল
  14. শহরের বাইরে
  15. শিক্ষাঙ্গন

সিদ্ধিরগঞ্জে ৮ দফা দাবিতে পিএম গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন

AlorDhara24
November 11, 2024 2:46 pm
Link Copied!

আলোরধারা ডেস্ক:

সিদ্ধিরগঞ্জে ৮ দফা দাবির  প্রেক্ষিতে আন্দোলন করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার (১০ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের গোদনাইলের চৌধুরী বাড়ি  পিএম নিট এপারল্যেস গার্মেন্টসে ঘটনা ঘটে। এদিন মধ্যাহ্নভোজের বিরতির পর  কর্মস্থল ছেড়ে  ৮ দফার দাবি আদায়ের লক্ষ্যে চাষাড়া-আদমজী-শিমরাইল পুরাতন সড়ক অবরোধ করে আন্দোলন করেছে। 

আন্দোলনরত  শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়,  প্রতি মাসের সাত তারিখের মধ্যে বেতন পরিশোধ, অর্জিত ছুটির টাকা প্রদান ও অন্যায় ভাবে চাকরি চ্যুত না করা, মাতৃত্বকালিন সুবিধা প্রদান করা,হাজিরা বোনাস চারশত টাকা থেকে আটশত টাকা করা, অতিরিক্ত কর্ম ঘন্টার খাবারের  টাকা বৃদ্ধি করা, দাবির কারণে কোন শ্রমিককে হয়রানি বা মিথ্যা মামলা না দেওয়া, অনুপস্থিত এর বেশি হাজিরা না কাটার এই আট দাবীতে আন্দোলন করে তারা।

সরেজমিনে দেখা গিয়েছে দুপুর দুইটায় থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে শ্রমিকরা। এতে করে নারায়ণগঞ্জ আদমজী সড়ক প্রায় আড়াই ঘন্টা জান চলাচল বন্ধ থাকে, বিপাকে পড়েন পথচারী ও বিভিন্ন মালবাহী গাড়ি।

সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল মামুন আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিক দের সঙ্গে কথা বলেন। পরে সিদ্ধিরগঞ্জ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর আশরাফ ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এর আগে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে গার্মেন্টসের ভিতরে নিয়ে যান প্রশাসনের কর্মকর্তারা।  পরে আন্দোলনকারিরা রাস্তা ছেড়ে ফ্যাক্টরির ভিতরে অবস্থান করেন।

এসময় সেনাবাহিনীর মেজর আশরাফ,  সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ  আল মামুন,  বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন জেলা সভাপতি এফ, এম আবু সাঈদ সহ শ্রমিক দের ২০ জনের একটি প্রতিনিধি দল প্রতিষ্ঠানটির কর্ণধার রতন বাবুর সঙ্গে আলোচনা করে সকল দাবি মেনে নিলে শ্রমিকরা সন্ধ্যা সাতটায় আন্দোলন প্রত্যাহার করে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল মামুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।