ঢাকাMonday , 11 November 2024
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. ধর্ম
  6. ফতুল্লা
  7. বন্দর
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মাল্টিমিডিয়া
  12. রূপগঞ্জ
  13. লাইফস্টাইল
  14. শহরের বাইরে
  15. শিক্ষাঙ্গন

যে উপায়ে বিশ্বকে উন্নত করেছে বিজ্ঞান

Md Jahidul Islam
November 11, 2024 1:42 pm
Link Copied!

আলোরধারা ডেস্ক:

যুগে যুগে বিভিন্ন পরিমণ্ডলে বিস্তার লাভ করেছে বিজ্ঞান, যার ধারাবাহিকতায় সভ্যতার অগ্রযাত্রা অব্যাহত থেকেছে সবসময়। বিজ্ঞান কখনই থেমে থাকেনি, বরং বিজ্ঞানের অগ্রযাত্রার মাধ্যমেই এগিয়েছে গোটা বিশ্ব। বিজ্ঞানের কারণেই বিভিন্ন যুগ পেরিয়ে আজকের অবস্থানে এসেছে আমাদের পৃথিবী।

বিজ্ঞানের এমন বিস্ময়কর পাঁচটি উপায় নিয়ে আলোচনা রয়েছে এই প্রতিবেদনে।

বিশ্বে প্রায় ৫০ কোটির মতো মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিস রয়েছে বিভিন্ন ধরননের। নানা কারণে মানুষের দেহে ডায়াবেটিস হয়ে থাকে ও তা বাড়িয়ে দেয় রক্তের শর্করার পরিমাণকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা না গেলে রক্তের এই অতিরিক্ত শর্করা শরীরের ক্ষতি করতে পারে। এমনকি ডায়াবেটিসের কারণে মাড়ির রোগ, স্নায়ুর ক্ষতি, কিডনি রোগ, অন্ধত্ব, অঙ্গ কেটে ফেলা, হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ক্যান্সারের মতো রোগের ঝুঁকিতে পড়তে পারে মানুষ।

সাধারণত ওষুধ, ইনসুলিন ও জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন অনেকেই। তবে নতুন প্রজন্মের এক চিকিসা পদ্ধতির মাধ্যমে এই রোগটিকে ফেরানো যেতে পারে। টাইপ ১ ডায়াবেটিসের জন্য প্রথম নারী হিসেবে গত মাসে নিজের দেহে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে চিকিৎসা নেন এক নারী। এর আগে, ২৫ বছর বয়সী ওই নারীকে ডায়াবেটিসের কারণে অনেক পরিমাণে ইনসুলিন নিতে হত। এখন তিনি স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে নিজের দেহই ইনসুলিন তৈরি করতে শুরু করছে।

স্টেম সেল হচ্ছে শরীরের আদি কোষ, যা থেকে বিভিন্ন ধরনের কোষ তৈরি হয়।

গত এপ্রিলে একই ধরনের স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ৫৯ বছর বয়সী এক ব্যক্তি নিজের দেহ আবার ইনসুলিন তৈরি করতে পেরেছেন। স্টেম সেল প্রতিস্থাপনের বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও এর ফলাফল এখন পর্যন্ত রোমাঞ্চকর বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ান।

কোভিড মহামারীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভ্যাকসিন। বিজ্ঞানীরা আশা করছেন, কোভিড-১৯ ভ্যাকসিন তৈরিতে মডার্না ও ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন যে এমআরএনএ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে তা ক্যান্সার শনাক্ত ও এর আক্রমণ ঠেকাতেও ব্যবহার করা যেতে পারে দেহের ইমিউন সিস্টেমকে প্রশিক্ষণ দিতে।

এক্ষেত্রে রোগীর ক্যান্সার কোষের উপরিভাগের প্রোটিনের সঙ্গে মিল রেখে ক্যান্সারের ভ্যাকসিনের নকশা তৈরি করছেন বিজ্ঞানীরা।

অগাস্টে মেলানোমা ক্যান্সারে আক্রান্ত শত শত রোগী বিশ্বের প্রথম এমআরএনএ ক্যান্সার ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। এরইমধ্যে অগ্ন্যাশয়, অন্ত্র ও অন্যান্য ক্যান্সারের ভ্যাকসিনের ট্রায়াল চলছে। ভ্যাকসিনের মাধ্যমে রোগের সুরক্ষা দীর্ঘমেয়াদি হতে পারে তাই স্তন বা ডিম্বাশয়ের ক্যান্সারের উচ্চ জেনেটিক ঝুঁকি রয়েছেন এমন নারীদের ক্যান্সার ফিরে আসা ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে এ পদ্ধতিটি ব্যবহার করা সম্ভব হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।