ঢাকাMonday , 11 November 2024
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. ধর্ম
  6. ফতুল্লা
  7. বন্দর
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মাল্টিমিডিয়া
  12. রূপগঞ্জ
  13. লাইফস্টাইল
  14. শহরের বাইরে
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ম্যান ইউনাইটেডে কঠিন চ্যালেঞ্জের জন্য ‘প্রস্তুত’ আমুরি

Md Jahidul Islam
November 11, 2024 8:46 am
Link Copied!

আলোরধারা ডেস্ক:

বলা হয়, শেষ ভালো যার, সব ভালো তার। স্পোর্তিং লিসবনেও শেষটা দারুণ করলেন হুবেন আমুরি। তবে শুধু এই শেষটায় নয়, পর্তুগিজ ক্লাবটিতে এমনিতেও তার বেশির ভাগ সময় কেটেছে ভালো। এখন তার অপেক্ষায় আরও কঠিন পরীক্ষা। ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্য বদলের সেই অভিযানে তিনি তৈরি বলে জানিয়ে দিলেন নতুন কোচ।

পর্তুগিজ লিগে রোববার ব্রাগার বিপক্ষে ম্যাচ দিয়ে স্পোর্তিংয়ের দায়িত্ব শেষ হয় আমুরির। প্রথমার্ধে ২-০তে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণভাব ম্যাচে ফিরে ৪-২ গোলে জিতে নেয় স্পোর্তিং।

আমুরির কোচিংয়ে চলতি মৌসুমে লিগে ১১ ম্যাচের সবকটি জিতল স্পোর্তিং। গোল করেছে মোট ৩৯টি।

কদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে তারা বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটিকে।

সোমবারই ওল্ড ট্র্যাফোর্ডে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার কথা আমুরির। ব্রাগার বিপক্ষে ম্যাচের পর ৩৯ বছর বয়সী কোচ বললেন, নতুন পরীক্ষায় নামার আগে তিনি আত্মবিশ্বাসী।

“নতুন চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত। আমি আনকোরা কেউ নই। জানি যে, এখানকার চেয়ে কাজটা ওখানে খুবই ভিন্ন, খুবই কঠিন হবে। তবে খুব শান্তই আছি। আপাতত আমার সব মনোযোগ নতুন দায়িত্বে এবং আগামীকাল শুরু করতে মুখিয়ে আছি।”

 

স্পোর্তিংয়ের হয়ে চার বছরে দুটি লিগ শিরোপাসহ মোট পাঁচটি ট্রফি জিতেছেন আমুরি। চলতি মৌসুমেও তার দল অপ্রতিরোধ্য। ম্যানচেস্টার ইউনাইটেডে অনেক আশা তাই তার ওপর থাকবে। বিশেষ করে, দুঃসময়ের চক্রে থাকা দলকে উদ্ধারের জন্য এখনই তাকে ত্রাণকর্তা ভাবা হচ্ছে।

তবে স্পোর্তিংয়ের সাফল্য যে ইউনাইটেডে বয়ে নেওয়া কঠিন, তা জানেন আমুরি। কাজটা অবশ্য তিনি রোমাঞ্চ নিয়েই শুরু করছেন। মৌসুমের মাঝপথে স্পোর্তিং ছেড়ে যাচ্ছেন বলে আগেও দুঃখপ্রকাশ করা কোচ বিদায় বেলায় আবার সমর্থকদের কাছে নিজের অবস্থান তুলে ধরলেন।

“অন্যান্য জায়গায় যা করেছি, সেটির পুনরাবৃত্তি ওখানে করা কঠিন। তবে সব জায়গাতেই ভিন্নভাবে নিজেকে মেলে ধরা যায় এবং সন্তুষ্টি পাওয়া যায়। এটা রোমাঞ্চকর এক অভিযান।”

“মৌসুমের মাঝেই এভাবে চলে যেতে হওয়ায় ক্ষমা প্রার্থনা করছি। তবে আমার মনে হয়েছে এখনই আমার সময় ও এটিই আমার পথ।”

গত ২৮ অক্টোবর এরিক টেন হাগকে বরখাস্ত করে ম্যানচেস্টার ইউনাইটেড। পরে নতুন কোচ হিসেবে আমুরির নাম ঘোষণা করা হয়।

টেন হাগের বিদায়ের পর অন্তবর্তীকালীন কোচ হিসেবে চার ম্যাচে দায়িত্ব পালন করে দারুণ সাফল্য পান রুড ফন নিস্টলরয়। চার ম্যাচের তিনটিতে জয় পায় ইউনাইটেড, ড্র হয় বাকিটি।

লিগে আপাতত এখন আন্তর্জাতিক ম্যাচের বিরতি। আমুরির কোচিংয়ে ইউনাইটেডের প্রথম ম্যাচ আগামী ২৪ নভেম্বর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।