ঢাকাMonday , 11 November 2024
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. ধর্ম
  6. ফতুল্লা
  7. বন্দর
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মাল্টিমিডিয়া
  12. রূপগঞ্জ
  13. লাইফস্টাইল
  14. শহরের বাইরে
  15. শিক্ষাঙ্গন

কেনো হঠাৎ ইরান সফরে জেনারেল ফায়াদ আল-রুয়ালি

Md Jahidul Islam
November 11, 2024 6:38 am
Link Copied!

আলোরধারা ডেস্ক:

প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ফায়াদ আল-রুয়ালি। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরির সঙ্গে বৈঠক করবেন তিনি।

রোববারেই রুয়ালির তেহরান সফরে এ বৈঠক হওয়ার কথা ইরানের সশস্ত্র বাহিনীর জেনালের স্টাফের বরাত দিয়ে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

খবরে বলা হয়েছে, ফায়াদ আল-রুয়ালি তেহরানে উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধিদল সঙ্গে নিয়ে বৈঠকে অংশ নেবেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও প্রতিরক্ষা নিয়ে কথা বলবেন।

ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ বৈঠক হতে চলেছে। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ট্রাম্প তার প্রথম মেয়াদে আরব দেশগুলোর সঙ্গে ইরানের ঘোর আঞ্চলিক শত্রু ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিলেন। তার এ উদ্যোগ ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে পরিচিত।

সৌদি আরব এখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেনি। কিন্তু গত কয়েক বছরে ট্রাম্পের মেয়ের জামাই জ্যারেড কুশনার হতবছর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ নিয়ে একাধিকবার আলোচনা করেছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।